শীর্ষে ওঠার হাতছানি সাকিবের

ছবি:

আইপিএলে বল হাতে সুসময় চলছে দুই লাল সবুজ প্রতিনিধি সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের। দুইজনই আছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারির প্রতিযোগিতায়।
এই তালিকায় সবার উপরে নাম আছে মুস্তাফিজের মুম্বাই সতীর্থ মায়াঙ্ক মারকান্ডের নাম। সাতটি উইকেট নিয়ে শীর্ষস্থানে আছে ২০ বছর বয়সী এই ভারতীয় লেগস্পিনার।

তালিকার চতুর্থ স্থানে পাঁচ উইকেট নিয়ে অবস্থান করছেন সানরাইজার্সের হয়ে খেলা সাকিব। আর ছয় নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের উইকেট সংখ্যাও পাঁচ।
উল্লেখ্য, তালিকায় দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত যারা আছেন সবার উইকেট সংখ্যাই পাঁচটি। সেরা গড়'র হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন তারা। সাকিবের সেরা ফিগার ২১ রানের বিনিময়ে দুটি উইকেট এবং গড় ১৫.৬০।
আর মুস্তাফিজের সেরা ফিগার ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট। গড় ১৭.৬০। এই দুইজনের ইকোনমি রেট যথাক্রমে ৬.৫০ এবং ৭.৪৩। আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন দুজনই।