সাকিবদের পারফর্মেন্সের বিচারক ঋদ্ধিমান
ছবি:

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অলরাউন্ড পারফর্মেন্স উপহার দেয়ায় দলের সকলের প্রশংসায় সিক্ত হচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বল হাতে ২১ রানে ক্রিস লিন এবং সুনীল নারিনের উইকেট ২টি শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সাকিব।
এরপর ব্যাট হাতেও খেলেছেন ২১ বলে ২৭ রানের একটি কার্যকরী ইনিংস। এমন পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই হায়দ্রাবাদ দলের মধ্যমণিতে পরিণত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কলকাতার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাই সাকিবের কথা উল্লেখ না করে পারেননি হায়দ্রাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও।

সাকিবের পাশাপাশি দলের জয়ে অধিনায়ক কেন উইলিয়ামসনের অবদানের কথাও স্বীকার করেন তিনি। ঋদ্ধিমান সাহা বলেন,
'আমরা এদিন ভালো সূচনা পেয়েছিলাম, কিন্তু মাঝে তিনটি উইকেট হারিয়ে ফেলি। তবে উইলিয়ামসন এবং সাকিব অনেক ভালো করেছে। অপরদিকে ইউসুফ এবং হুদা খেলা শেষ করে এসেছে।'
গেম প্ল্যান নিয়েও কথা বলেছেন ঋদ্ধিমান। পাওয়ার প্লের সুবিধা নেয়ার লক্ষ্য নিয়েই এদিন খেলতে নেমেছিলো হায়দ্রাবাদ দল উল্লেখ করে তিনি বলেন,
'আমরা পাওয়ারপ্লের সুবিধা নেয়ার পরিকল্পনা করেছিলাম এবং এরপর স্ট্রাইক রোটেট করে খেলেছি।'
উল্লেখ্য কলকাতার বিপক্ষে গত ম্যাচে সাকিব ছাড়াও দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর ৪৪ বলে ৫০ রানের ইনিংসটিতে দলের জয় তরান্বিত হয়েছিলো।
ম্যাচ শেষে তাই অধিনায়কের প্রশংসা করতে ভোলেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান।