সাকিবদের দক্ষতার প্রশংসায় হায়দ্রাবাদের অধিনায়ক
ছবি:

টানা তিনটি ম্যাচে জিততে পেরে রীতিমতো হাওয়ায় ভাসছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইডেনে এসে শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সকে হারানোকে দেখছেন দারুণ অর্জন হিসেবে।
এছাড়াও দলের বোলারদের নিয়ে বিশেষ ভাবে গর্ব করছেন তিনি। সাকিব আল হাসান, রশিদ খানদের দক্ষতার প্রশংসা করেছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে। উইলিয়ামসনের ভাষায়,

'অবশ্যই তিনটি ম্যাচ জিততে পারা দারুণ কিছু। আজকের কন্ডিশনে খেলাটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তবে সত্যিকার অর্থেই আজকে আমাদের ফিল্ডিং দারুণ ছিল। বোলাররাও তাদের দক্ষতার ভালো ব্যবহার করেছে।'
তবে ১৩৮ রানের অতিক্রম করার লক্ষ্যে খেলতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ফেলায় কিছুটা আফসোস আছে উইলিয়ামসনের। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেছেন তিনি।
'এখানে প্রতিটা খেলাই অনেক কঠিন। তাই জেতাটা কঠিন হলেও আমরা সেটাই করতে চাই। উইকেট অতোটা টার্ন করছিলো না। আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। কলকাতা শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জিততে পেরে দারুণ লাগছে।'