promotional_ad

মুস্তাফিজের ক্যাচ মিস হারের কারণ

promotional_ad

টানা তিন ম্যাচে শেষ ওভারে এসে টানটান উত্তেজনার ম্যাচ হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। চেন্নাই, হায়দ্রাবাদের পর এবার ঘরের মাঠে দিল্লির বিপক্ষে শেষ ওভারে এসে হেরেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 


চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের মতোই বল হাতে গুরু দায়িত্ব সামলাতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। ১৯৫ রানের টার্গেটে খেলতে নামা দিল্লির জয়ের জন্য ইনিংসের শেষ ছয় বলে ১১ রান দরকার ছিল। ডেথ ওভার স্পেসালিস্ট মুস্তাফিজ ছিল দিল্লির জয়ের পথে বড় বাঁধা।


মুস্তাফিজের ওভারের প্রথম দুই বলে চার ও ছয় হাঁকিয়ে ম্যাচ অনেকটা ছিনিয়ে নিতে সক্ষম হয় জেসন রয়। পরবর্তীতে টানা তিন বলে কোন রান নিতে পারেনি রয়। মুস্তাফিজ দলকে সুপার ওভারের আশা দেখালেও শেষ বলে সিঙ্গেল নিয়ে ৭ উইকেটের জয় নিশ্চিত করেন ইংলিশ ম্যান জেসন রয়। 


৫৩ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন তিনি। টানা তৃতীয় হারে হতাশ মুম্বাই কাপ্তান রোহিত শর্মা ম্যাচ শেষে বলেছেন, 'ম্যাচের ফল আমাদের পক্ষে গেল না, এটা নিয়ে হতাশ। আমরা ভাল রান করেছিলাম। এই উইকেটে স্লোয়ার বলটা আরেকটু ভাল ব্যবহার করা গেল ভাল হতো। কিন্তু জেসন রয়কে কৃতিত্ব দিতেই হয়। সে দারুন খেলেছে।'



promotional_ad

একই সাথে ব্যাট হাতে ইনিংসের শেষের দিকে আরও কিছু রানের আক্ষেপের কথা বলেছেন রোহিত। এছাড়া বুমরাহর করা ১৯তম ওভারে দুই দুইবার ক্যাচ ফেলেছেন মুস্তাফিজুর, তাই ফিল্ডিং নিয়েও কাজ করার জায়গা আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


'আমাদের ব্যাট হাতে ভালো সূচনা হয়েছিল। কিন্তু শেষের দিকে সেটা কাজে লাগাতে পারিনি। ফিল্ডিং নিয়েও উন্নতির জায়গা রয়েছে। ক্যাচ গুলো ধরতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। আমাদের তেমন বোলার আছে যারা শেষের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।'


জিততে জিততে তিন ম্যাচ হারা মুম্বাই নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে লড়বে। নতুন উদ্যমে কোহলিদের বিপক্ষে মাঠে নামার প্রত্যয় জানিয়ে রোহিত বলেছেন, 'আমরা এভাবে হারতে চাই না। কারন এমন ম্যাচ জেতা খুব কঠিন, সেটা আমাদের জানা আছে। আমরা গত তিন ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেস্টা করব।'


 



পিকচার ক্রেডিট: বিসিসিআই 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball