promotional_ad

বুমরাহ-মুস্তাফিজদের 'যোগ্য' সঙ্গীর অভাব মুম্বাইয়ে!

promotional_ad

শনিবার মুম্বাইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে দিল্লী ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।


এদিকে এই ম্যাচের আগে দারুণ সমস্যায় পড়েছে মুম্বাই। কেননা দলের সেরা অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া এখনো ইনজুরি সেরে উঠতে পারেননি। গত শুক্রবার মাত্র ২০ মিনিটের জন্য অনুশীলনে নেমেছিলেন এই পেস অলরাউন্ডার।


তবে আজকের ম্যাচে এখন পর্যন্ত অনিশ্চিত বলা যায় তাকে। আসরে প্রথম জয়ের লক্ষ্যে হন্য হয়ে নামা মুম্বাইয়ের সমস্যা আরও এক জায়গায়। সেটা হচ্ছে জাসপ্রিত বুমরাহ এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গী খুঁজে পাচ্ছে না তারা!


দলে অবশ্য মায়াঙ্ক মারকান্ডে নামক ২০ বছর বয়সী লেগস্পিনার আছে তাদের (এই মুহূর্তে আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারি); কিন্তু আরেক পেসার খুঁজে না পাওয়ায় মুম্বাই কিছুটা হতাশাগ্রস্ত।



promotional_ad

মূলত মুস্তাফিজ এবং বুমরাহ ১৬ ওভারের আগপর্যন্ত নিজেদের তিনটি ওভার শেষ করে ফেলেন। ফলে দেখা যায় শেষের দিকে চার ওভারের মধ্যে দুই ওভার করেন এই দুজন, বাকী দুই ওভার বল করার মতো বোলার নেই মুম্বাইতে।


প্রদীপ সাংওয়ান কিছুটা আনকোরা; আবার মিচেল ম্যাকক্লেনাঘান এবং বেন কাটিংয়ের মতো বোলারদের ডেথ বোলিং ইকোনমি রেট যথাক্রমে ৯.৪১ এবং ১০.৫০। আর এদের মধ্যে থেকে একজন হবেন মুস্তাফিজদের সঙ্গী। অথচ মুম্বাইয়ের প্রথম দুই ম্যাচে হারের অন্যতম কারণ যথাক্রমে মিচেল ম্যাকক্লেনাঘান এবং বেন কাটিংয়ের বাজে বোলিং! 


সম্ভাব্য একাদশঃ-


মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া / বেন কাটিং, কাইরন পোলার্ড, মিচেল ম্যাকক্লেনাঘান / প্রদীপ সাংওয়ান, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।



দিল্লি ডেয়ারডেভিলস: গৌতম গম্ভীর (অধিনায়ক), কলিন মুনরো, স্রেয়াস আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, রিশভ পান্ত (উইকেটরক্ষক), ক্রিস মরিস, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, শাহবাজ নাদিম, মোহাম্মদ শামি, ট্রেন্ট বোল্ট।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball