promotional_ad

মাশরাফির আরেক শিক্ষক স্টুয়ার্ট ব্রড

promotional_ad

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লীগে বল হাতে আলো ছড়িয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তোজা। ৩৯ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। অগ্রণী ব্যাংকের বিপক্ষে নিয়েছেন ৪ বলে ৪ উইকেট। করেছিলেন হ্যাট্রিক, ফিগার ছিল ৪৪ রান দিয়ে ৬ উইকেট।


এবারের প্রিমিয়ার লীগে নিজেকে নিজেই ছাড়িয়েছেন ম্যাশ। তাকে দেখে মনেই হয়নি এত ইনজুরি নিয়ে খেলছেন তিনি। উল্টো তাকে বোলিংয়ে মনে হয়েছে আরও ধারালো। সব মিলিয়ে প্রিমিয়ার লীগের সেরা পেসার এই মাশরাফি নিজেই জানালেন কিভাবে তিনি নিজেকে পুরোদমে মেলে ধরেছেন।


নিজেকে নিয়ে কাজ করেছেন বেশী সময়। নতুনত্ব আনার চেষ্টা করেছেন অনেক কিছুতেও। বিশেষ করে রিস্ট পজিশন নিয়ে কাজটা করেছেন বেশী। সঙ্গে বোলিংয়ের গ্রিপ নিয়েও। এই প্রসঙ্গে বিডি নিউজ ২৪ কে মাশরাফি বলেন,


'আলাদা করে নয়, সবসময় যেমন করি, রিস্ট পজিশন নিয়ে তেমনই করেছি। তবে এই টুর্নামেন্টের আগে আমি অন্য কিছু দিক নিয়ে কাজ করেছি। মূল লক্ষ্য ছিল, ফ্ল্যাট উইকেটে কিভাবে ভালো করা যায়। ওয়ানডেতে ক্রিকেট বিশ্বের ৯০ শতাংশ মাঠেই এখন ফ্ল্যাট উইকেট থাকে। ইংল্যান্ডে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল ভীষণ ফ্ল্যাট উইকেট, আগামী বিশ্বকাপেও হয়ত তেমনই থাকবে। ওটা মাথায় রেখেই মনে হলো, কিছু করতে হবে।'



promotional_ad

মাশরাফি আরো যোগ করেন, 'এবারের ঢাকা লিগের উইকেটগুলো ছিল বেশিরভাগই ফ্ল্যাট। আমি দেখলাম, এটা অনুশীলনের ভালো সুযোগ। আমি কাজ করেছি বলের গ্রিপ নিয়ে। নতুন কিছু করে যদি ব্যাটসম্যানকে এক শতাংশও বেশি ডিস্টার্ব করা যায়, বোলার হিসেবে তা আমার পক্ষে আসবে। সিম আপ আর ক্রস সিম আগে থেকেই করি। এবার সেমিক্রস কিছু গ্রিপ নিয়ে কাজ করেছি।'


টাইগার অধিনায়কের এই ভাবনা কি নিজে থেকেই এসেছে নাকি অন্য কারো পরামর্শে এই প্রশ্নে জবাবে অবশ্য নিজের কথাই বলেছেন তিনি। মূলত টিভি এবং ভিডিও দেখে নিজেকে পরিণত করেছেন তিনি। এক্ষেত্রে ইংলিশ পেস তারকা স্টুয়ার্ট ব্রডের কথা উল্লেখ করেছেন নড়াইল এক্সপ্রেস। বলেছেন, 


'পরিকল্পনা নিজেরই ছিল। টিভি, ভিডিও দেখেও অনেক শিখেছি। স্টুয়ার্ট ব্রডকে দেখেছি সেমি ক্রস গ্রিপে বল করে অনেক। ৪০০ টেস্ট উইকেট পেয়েছে, নিশ্চয়ই কার্যকর এটা। ওর কিছু গ্রিপ দেখে দেখে অনুশীলন করেছি। রপ্ত করেছি। কাজে লাগিয়েছি। যদিও আমার ক্যারিয়ারের শেষ পর্যায়ে, এরপরও নিজেকে সমৃদ্ধ করতে চাই। উন্নতি করতে চাই।'


ডিপিএলে ভালো করার পর নতুন গ্রিপের আত্মবিশ্বাস বেড়েছে বলেও জানান ম্যাশ। তাঁর এরপরের লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রিকেটেও এভাবে বোলিং করা। তাঁর আশা এখানেও সাফল্য বয়ে আনতে পারবেন তিনি। মাশরাফির ভাষ্যমতে, 



'লিগে ভালো করায় নতুন এই গ্রিপগুলো নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। আরও অনুশীলন করব, আরও কাজ করে এরপর আন্তর্জাতিক ক্রিকেটে করব। আশা করি ভালো হবে। কারণ শুরু থেকেই বেশ ভালো হচ্ছে এসব। আমার মূল শক্তি যেটি, সেই লেগ কাটার এবার লিগে খুব বেশি করিনি।'


নতুনভাবে বোলিং করতে গিয়ে লেগ কাটার কম করেছিলেন মাশরাফি এটা নিজেও স্বীকার করেছেন তিনি। তবে ডিপিএলে লেগ কাটার কম করলেও আন্তর্জাতিক সিরিজের আগে আবারো পুনরায় লেগ কাটার অনুশীলন করবেন বলে জানালেন টাইগার দলপতি, 


'নতুনগুলো নিয়ে কাজ করতে গিয়ে ওটা একটু অবহেলিত হয়ে গেছে। পরে ম্যাচে দেখলাম, লেগ কাটার করতে গিয়ে কেমন যেন ভয় লাগছে যে ঠিকমতো হবে কিনা। আত্মবিশ্বাস একটু কমে গিয়েছে এটা নিয়ে। যেহেতু এটা আমার মূল শক্তি, আন্তর্জাতিক সিরিজের আগে এটাও আবার ভালো করে অনুশীলন করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball