promotional_ad

সাকিব-মুস্তাফিজদের সম্ভাব্য একাদশ

promotional_ad

আজ ঘড়ির কাটায় রাত সাড়ে আটটা বাজার সাথে সাথেই দেশের বেশিরভাগ ক্রিকেট পাগল মানুষ হয়তো বসে ???াবেন টিভির সামনে কিংবা টিউন করবেন রেডিওতে। কেননা আজ যে প্রথমবারের মতো আইপিএলে সাকিব আল হাসানের বিপক্ষে লড়াই করতে নামবেন মুস্তাফিজুর রহমান।


এমনিতেই আইপিএল নিয়ে উন্মাদনার শেষ নেই এদেশে। তার ওপর সাকিব এবং মুস্তাফিজদের দল খেলবেন আজ। সুতরাং প্রত্যেকেই এই ম্যাচটির জন্য যে অধীর আগ্রহে অপেক্ষায় থাকবেন তা বলাই বাহুল্য। 


রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে সাকিবদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ আজ মুস্তাফিজদের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে। তার ওপর হোম অ্যাডভান্টেজ তো থাকছেই।


শুধু তাই নয়, গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে সাকিবদের দল। সেই ম্যাচে বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রানে ২ উইকেট শিকার করেছিলেন টাইগার অলরাউন্ডার। প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার মুম্বাইয়ের মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ। 


মুদ্রার উল্টো পিঠ মুম্বাই শিবিরে। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের হারতে হয়েছিলো ১ উইকেটে। আর সেই ম্যাচে ৩.৫ ওভার বোলিং করে ৩৯ রান দিয়েছিলেন মুস্তাফিজ।



promotional_ad

এমন অনুজ্জ্বল পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই আজ ফিরে আসার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। পাশাপাশি তাঁর দল মুম্বাইও জয়ের ধারায় ফিরতে চাইবে। আজকের ম্যাচে মুম্বাইয়ের একাদশে খুব বেশি পরিবর্তন আসার সুযোগ নেই বলে ধারণা করা যাচ্ছে।


গত শনিবার অলরাউন্ডার হার্ধিক পান্ডিয়া পায়ের গোড়ালির ইনজুরিতে পড়লেও অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন আজ খেলার জন্য ফিট আছেন তিনি। এদিকে অজি পেসার প্যাট কামিন্স ইনজুরির কারণে এরই মধ্যে আইপিএল থেকেই ছিটকে পড়েছেন।


ফলে আজ মুস্তাফিজের খেলা অনেকটাই নিশ্চিত। বাকি তিন বিদেশী ক্রিকেটারদের মধ্যে মুম্বাই শিবিরে দেখা যেতে পারে মিচেল ম্যাক্লেনেগান, এভিন লুইস এবং কাইরন পোলার্ডকে।  


তবে মুম্বাই স্কোয়াডে ইনজুরি সমস্যা থাকলেও হায়দ্রাবাদ শিবিরে আপতত তেমন কিছু দেখা যায়নি। সুতরাং সবদিক থেকেই স্বস্তিতে আছে তারা বলা যায়। আজকের ম্যাচে তাদের একাদশে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়া আরও থাকবেন অধিনায়ক কেন উইলিয়ামসন, আফগান রশিদ খান এবং অজি বিলি স্ট্যানলেক।


সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ (সম্ভাব্য)- 



ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কাউল।


মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য)- 


এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্ধিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, জাসপ্রিত বুমরাহ, মিচেল ম্যাক্লেনেগান, মুস্তাফিজুর রহমান, মায়াঙ্ক মারকানদে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball