আইপিএলের কারণে বিপর্যস্ত কাউন্টি দলগুলো

ছবি:

আসছে শুক্রবারই (১৩ই এপ্রিল) শুরু হচ্ছে ইংলিশ কাউন্টি মৌসুম। তবে আইপিএলের কারণে বাজে অবস্থায় পড়েছে কাউন্টির সবগুলো (১৮ টি) দল। কেননা অর্থের কারণে এবার অনেক ইংলিশ ক্রিকেটার পাড়ি জমিয়েছে আইপিএলে।
ইতিমধ্যেই ১২ জন ইংলিশ ক্রিকেটারকে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাচ্ছে। শুরুর নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত আইপিএলে খেলছেন ইয়র্কশায়ারের লিয়াম প্লাংকেট ও ডেভিড উইলি!

আর এতে করে নিতান্তই আকর্ষণ হারাবে ইংলিশ কাউন্টি মৌসুম। ইতিমধ্যেই অবশ্য আইপিএলের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। নতুন উপায় খুঁজতে কাউন্টি দলগুলোর প্রতিনিধিরা একটি সভায় বসেছিলেন গতকাল।
কাউন্টি দল এসেক্স বাদে বাকী ১৭ দলের প্রতিনিধিরা মিলে এজবাস্টনে গতকাল মঙ্গলবার সভায় বসেছিলেন। সভায় আলোচ্যসূচির সঙ্গে একাত্মতা ছিল এসেক্সেরও। তবে ব্যক্তিগত সমস্যার কারণে আলোচনা সভায় যোগ দিতে পারেনি ঐতিহ্যবাহী দলটি।
এদিকে দীর্ঘ সময় ধরে হওয়া এই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে সবকয়টি দল। নিজেদের প্রস্তাবনা যদিও মিডিয়ার সামনে জানায়নি তারা, তবে খুব শীঘ্রই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে নিজেদের দাবী নিয়ে সভায় বসবে তারা।