promotional_ad

আইপিএলের ক্রোড়পতিরা

promotional_ad

ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে বরাবরই টাকার ঝনঝনানি দেখা যায়। আইপিএলে খেলার মাধ্যমেই ক্রিকেটাররা রীতিমত ফুলে ফেঁপে ওঠেন। আর এর সবথেকে বড় উদাহরণ হচ্ছেন মহেন্দ্রা সিং ধোনি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা।


কেননা আইপিএলে টানা ১১ আসরে খেলে এরই মধ্যে কোটি কোটি অর্থ উপার্জন করেছেন তারা। বলা যায় দেশের হয়ে খেলে যা উপার্জন করেছেন তাঁর ঢের গুণ বেশি আইপিএল থেকে পেয়েছেন তাঁরা।


শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, এই টুর্নামেন্ট বিত্তশালী করে তুলেছে বিদেশী অনেক ক্রিকেটারকেই। আইপিএলের সর্বোচ্চ আয় করা ক্রিকেটারদের নিয়েই আজকের এই আয়োজন।   


দেখে নিন আইপিএলে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারের তালিকা- (প্রথম ১০ জন) 


১। মহেন্দ্র সিং ধোনি- আইপিএলের শুরু থেকে খেলে আসা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এখন পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন ১০৭ কোটি ৮৪ লাখ রুপি। চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার আয়ের দিক থেকে সবার ওপরে অবস্থান করছেন।


২। রোহিত শর্মা-  তালিকার দ্বিতীয়তে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার কাল অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল থেকে তাঁর আয়ের পরিমাণ ১০১ কোটি ৬০ লাখ রুপি। আইপিলের একেবারে শুরু থেকে খেলে আসছেন তিনি। 



promotional_ad

৩। গৌতম গম্ভীর- গত ৭ আসর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসা গৌতম গম্ভীরকে এবার দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। এখন পর্যন্ত আইপিএল থেকে তিনি মোট আয় করেছেন ৯৪ কোটি ৬২ লাখ রুপি। 


৪। বিরাট কোহলি- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিও আয়ের দিক থেকে খুব একটা কম যাননা। ৯২ কোটি ২০ লাখ রুপি নিয়ে তালিকার চতুর্থতে আছেন তিনি। ভারতের রান মেশিন খ্যাত এই ব্যাটসম্যান শুরু থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলে আসছেন। 


৫। যুবরাজ সিং- আইপিএলে আয়ের দিক থেকে পঞ্চমে অবস্থান করছেন এবারের আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা এই ভারতীয় অলরাউন্ডার। এখন পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে তাঁর আয় মোট ৮৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার রুপি। 


৬। সুরেশ রায়না- চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে সুরেশ রায়নার উপার্জন ৭৭ কোটি ৭৪ লাখ রুপি। এই তালিকার ষষ্ঠ অবস্থানে আছেন তিনি। ২০১৬ এবং ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে খেললেও এবার আবারো চেন্নাইয়ে ফিরে এসেছেন রায়না।


৭। এবিডি ভিলিয়ার্স- বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি আয় দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সের। আইপিএল খেলে এরই মধ্যে ৬৯ কোটি ৫১ লাখ ৬৫ হাজার রুপি আয় করেছেন এই প্রোটিয়া। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি।  


৮। শেন ওয়াটসন-  ভিলিয়ার্সের পর সর্বোচ্চ আয় করা বিদেশি ক্রিকেটার হলেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ওয়াটসনের আয়ের পরিমাণ ৬৯ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ২৫০ রুপি।  



৯। রবিন উথাপ্পা- কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা উইকেট রক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা আছেন ওয়াটসনের পরের স্থানটিতে। আইপিএলে তাঁর আয় ৬৫ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার।


১০। শিখর ধাওয়ান- ভারতীয় ওপেনারও আইপিএল খেলে যথেষ্ট আয় করেছেন। আয়ের দিক থেকে দশমে অবস্থান তাঁর। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আসরে খেলা ধাওয়ানের আয় ৫৯ কোটি ৭০ লাখ রুপি। 


উল্লেখ্য আইপিএলে আয়ের দিক থেকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান ৬৫তম। চলতি আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির হয়ে খেলা সাকিব তাঁর আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আয় করেছেন মোট ১৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার ৫০০ রুপি। (২৫ কোটি টাকা প্রায়)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball