যেসব চ্যানেলে দেখতে পারবেন সাকিব-মুস্তাফিজদের ম্যাচ

ছবি:

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসর। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি দিয়েই পর্দা উঠবে আসরটির। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচটি।
আইপিএলের এই ম্যাচগুলো সম্প্রচার করা হবে টিভি, রেডিও এবং অনলাইনেও। এক নজরে দেখে নেয়া যাক আইপিএলের ম্যাচগুলো সম্প্রচার ক??বে যেসব চ্যানেল-
বাংলাদেশ এবং ভারত- বাংলাদেশের দর্শকরা আইপিএলের ম্যাচ সরাসরি দেখতে পারবেন চ্যানেল নাইনে। এছাড়াও ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস ১,স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান তামিল, সুভারনা প্লাস, জলশা মুভিজ এইচডি এবং মা মুভিজে দেখানো হবে আইপিএল।
যুক্তরাষ্ট্র ও কানাডা- উইলো টিভি এবং স্কাই স্পোর্টস।
ক্যারিবিয়ান- ফ্লো টিভি।

সাব সাহারান আফ্রিকা- সুপার স্পোর্টস।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা : বিইন স্পোর্টস।
পাকিস্তান : জিও সুপার।
অস্ট্রেলিয়া : ফক্স স্পোর্টস।
নিউজিল্যান্ড : স্কাই স্পোর্টস।
আফগানিস্তান- লেমার টিভিতে।
এছাড়াও ইন্টারনেটে সরাসরি ম্যাচগুলো দেখতে হলে ভারত, যুক্তরাষ্ট্র এবং কানাডার দর্শকদের চোখ রাখতে হবে হটস্টারে।
অপরদিকে অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার দর্শকদের জন্য আইপিএল সম্প্রচার করবে ইয়াপ টিভি (Yupp TV)।
টেলিভিশন চ্যানেল এবং অনলাইন ছাড়াও রেডিওতে আইপিএলের ম্যাচের ধারাভাষ্য শুনতে পারবেন ক্রিকেট প্রেমীরা।
ভারতীয় উপমহাদেশ ছাড়া বাকি সব দেশে সরাসরি আইপিএলের ধারাভাষ্য সম্প্রচার করবে ক্রিকেট রেডিও। পাশাপাশি ৮৯.১ রেডিও ৪ এফএম, গোল্ড ১০১.৩ এফএম-ইউএই তে শোনা যাবে আইপিএল।