আইপিএলকে দুয়োধ্বনি দিলেন আফ্রিদি

ছবি:

কয়েকদিন আগেই কাশ্মীর ইস্যুতে একটি মন্তব্য করে আলোচনায় উঠে আসেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। সাবেক এবং বর্তমান ভারতীয় ব্যাটসম্যানরা রীতিমতো একহাত দিয়েছিলেন তাকে।
এবার আবারো আলোচনায় আসলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সাঁজ সাদিক নামের এক সাংবাদিককে জানালেন ডাক পেলেও আইপিএলে খেলতে আগ্রহী নন তিনি। একইসাথে পিএসএলের ভবিষ্যৎকে আইপিএলের চাইতেও 'জমজমাট' বলছেন তিনি!

টুইটের মাধ্যমে আফ্রিদির মতবাদ তুলে ধরেন পাকিস্তানের জনপ্রিয় সেই সাংবাদিক। 'এমনকি যদি তারা আমাকে ডাকে, তবু আইপিএল খেলতে যাব না আমি। আমার দরকার নেই আইপিএল খেলার। আমি একেবারেই আগ্রহী নই, এমনকি আমি কখনো আগ্রহী ছিলাম না।
'পিএসএলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। ক্রিকেট বিশ্বের বিগ হিটাররা এ টুর্নামেন্টে খেলে, তারা খুশি ও সন্তুষ্ট। আমিও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি উপভোগ করছি। একদিন আইপিএলকে পেছনে ফেলে দেবে পিএসএল। সেদিন অবশ্যই আর বেশি দূরে নেই।'
উল্লেখ্য, আইপিএলের প্রথম আসরে যখন পাকিস্তানী ক্রিকেটাররা খেলার সুযোগ পেয়েছিলো সেই আসরেই তখনকার দল ডেকান চারজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলেছিলেন আফ্রিদি।