promotional_ad

সেরা পাঁচে উঠে আসলেন আশরাফুল

promotional_ad

ডিপিএলের রেলিগেশন লীগের দ্বিতীয় ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ম্যাচে মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়ন।


এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলাবাগান অধিনায়ক ফারুক হোসেন। এরপর ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানের মাথায় ফয়সাল আহমেদকে বোল্ড করে ফিরিয়ে দিয়ে ব্রাদার্সের পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দেন ডানহাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদ। 


তবে এরপর আরেক ওপেনার ওয়ালিউল করিমের সাথে ক্রিজে যোগ দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। আর এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কলাবাগান দলটি। আশরাফুল এবং ওয়ালিউল জুটি গড়েন ১১৬ রানের।


আর এই জুটি গড়ার মধ্য দিয়ে ওয়ালিউল হাফসেঞ্চুরিও তুলে নেন। এরপর সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ৭৯ রান করে সোহরাওয়ার্দি শুভর প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। 


অবশ্য ওয়ালিউল ফিরলেও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। বর্তমানে তাঁর সংগ্রহ ৬৮ রান। যদিও এই রান করতে ১০১ টি বল খেলতে হয়েছে তাঁকে, তবে এরপরেও দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকাই পালন করছেন আশরাফুল। 



promotional_ad

আর এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভারে কলাবাগানের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৬৮ রান। আশরাফুলের সাথে ক্রিজে ১৭ রান নিয়ে ব্যাটিং করছেন মুনিম শাহরিয়ার।  


উলেখ্য গত ম্যাচেই অগ্রণী ব্যাংকের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এই নিয়ে টুর্নামেন্টে তাঁর মোট সেঞ্চুরি সংখ্যা ৪টি। শুধু তাই নয়, এবারের ডিপিএলে ৬০ এর উপরে গড়ে এরই মধ্যে তিনি সংগ্রহ করেছেন ৬২৮ রান।


আর এর ফলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় লিজেন্ডস অফ রূপগঞ্জের আব্দুল মজিদকে টপকে সেরা পাঁচে উঠে আসলেন আশরাফুল। যেভাবে ব্যাটিং করছেন তাতে করে বলা যায় সবার উপরে উঠে আসাটাও অসম্ভব হবে না তাঁর জন্য। এখন পর্যন্ত ৬৬০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আবাহনীর আনামুল হক বিজয়।  


কলাবাগান ক্রীড়া চক্র- 


ওয়ালিউল করিম (উইকেটরক্ষক), ফয়সাল আহমেদ, মোহাম্মদ আশরাফুল, জাইমুল হাসান, মুনিম শাহরিয়ার, মাহবুবুল আলম অনিক, রিয়াজুল হুদা, সঞ্জিত সাহা, ফারুক হোসেন (অধিনায়ক), মুক্তার আলি, আসির ইনতেসার। 



ব্রাদার্স ইউনিয়ন- 


মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, মেহেদি হাসান রানা, অলোক কাপালি (অধিনায়ক),শাকিল হোসেন, ইয়াসির আলি (উইকেটরক্ষক), সোহরাওয়ার্দি শুভ, নাজমুস সাদাত, নিহাদুজ্জামান, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball