মুশফিকের ব্যর্থতার দিনে বিপদে রুপগঞ্জও

ছবি:

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সকাল ৯ টায় নাইম-মুশফিকদের লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছে নাজিমউদ্দিনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ডিপিএলের সুপার সিক্স পর্বের এই ম্যাচের শুরুতে টসে জিতে মুশফিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন খেলাঘরের অধিনায়ক।
নাজিমউদ্দিনের সিদ্ধান্তকে অবশ্য সঠিক বলেই প্রমাণিত করেছেন তাঁর দলের বোলাররা। কেননা ব্যাটিংয়ে নেমে ১০০ রান তোলার আগেই ৬ উইকেট হারিয়েছে রুপগঞ্জ। আজকের ম্যাচটিতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আব্দুল মজিদ, নাইম ইসলাম, মুশফিকুর রহিম সহ উপরেরে সারির ব্যাটসম্যানেরা।
এদের মধ্যে অধিনায়ক নাইমের ৩৩ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক করেছেন মাত্র ১১ রান। অপরদিকে দুই ওপেনার মজিদ এবং নাইমের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৫ এবং ১৪।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রুপগঞ্জের স্কোর দাঁড়িয়েছে ২৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রান। ক্রিজে মোশাররফ হোসেন ১১ এবং নাজমুল হোসেন মিলন ৩ রানে অপরাজিত আছেন। এখন পর্যন্ত খেলাঘরের পক্ষে মোহাম্মদ সাদ্দাম ৮ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন। অপরদিকে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন তানভির ইসলাম। আর ১টি উইকেট পেয়েছেন আল মেনেরিয়া।

লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অভি??েক মিত্র, পারভেজ রসুল, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ শহীদ, সৈয়দ রাসেল, আসিফ হাসান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), মোহাম্মদ সাদ্দাম, মাসুম খান, তানভির ইসলাম, আব্দুল হালিম, নির্জন ভদ্র, অমিত মজুমদার।