পিএসএলের পথে হাঁটছে আইপিএল

ছবি:

আগামী মাসের প্রথম সপ্তাহে (৭ই এপ্রিল) শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফেঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারতম আসর। আর এই মৌসুমকে আরও অনেক গুছিয়ে আয়োজন করতে চায় আইপিএল কর্মকর্তারা।
এজন্য আইসিসির ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতিও চালু করা হচ্ছে এবারের আইপিএল-১১ তে। জানা গেছে, এবারের আইপিএলের প্রতিটি ম্যাচে প্রতি দলই ইনিংসপ্রতি একটি করে রিভিউ নিতে পারবে।

একইসাথে ম্যাচের তৃতীয় আম্পায়ার একারণে বল ট্র্যাকিং ও আল্ট্রা এজের সুবিধা গুলো ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, আইপিএলে এর আগে ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হয়নি।
অবশ্য টি-টুয়েন্টিতে ডিআরএসের ব্যবহার একরকম নতুনই বলা চলে। গত বছরের পহেলা অক্টোবর আইসিসি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ডিআরএসের ব্যবহার বাধ্যতামূলক করে।
তার আগে টি-টুয়েন্টি বিশ্বকাপও এই প্রযুক্তির বাইরে ছিল। আর ফ্রেঞ্চাইজি লীগগুলোর মধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে এর ব্যবহার হয়েছিলো।