সবার ওপরে নড়াইল এক্সপ্রেস

ছবি:

গত বছরের অক্টোবরে ৩৪ বছর বয়সে পা রেখেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই বয়সে অনেক ক্রিকেটারের পারফর্মেন্সে ভাটা পরে সেখানে মাশরাফি যেন পুরোপুরি ব্যতিক্রম।
জাতীয় দলের হয়ে তো বটেই, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরেও বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। একের পর এক উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শীর্ষেও উঠে এসেছেন তিনি।
এখন পর্যন্ত ডিপিএলে ৭ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন মাশরাফি। টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে মাশরাফির পর যথাক্রমে আছেন মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, কাজি অনিক এবং ফরহাদ রেজা।
এদের মধ্যে মোশাররফ ৭ ম্যাচে ১৭টি উইকেট শিকার করলেও দেলোয়ার হোসেন, কাজি অনিক এবং ফরহাদ রেজা প্রত্যেকে ১৬টি করে উইকেট নিয়েছেন। মূলত ইকোনমি রেটের তারতম্যের উপর ভিত্তি করেই বোলারদের অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এক নজরে দেখে নিন সপ্তম রাউন্ড শেষে ডিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকাটি-
১। মাশরাফি বিন মর্তুজা- ৭ ম্যাচে ১৯ উইকেট, সেরাঃ ৫/২৯
২। মোশাররফ রুবেল- ৭ ম্যাচে ১৭ উইকেট, সেরাঃ ৪/২৩
৩। দেলোয়ার হোসেন- ৭ ম্যাচে ১৬ উইকেট, সেরাঃ ৩/৩২
৪। কাজী অনিক - ৭ ম্যাচে ১৬ উইকেট, সেরাঃ ৫/৪৪
৫। ফরহাজ রেজা-৭ ম্যাচে ১৬ উইকেট, সেরাঃ ৪/৩৭