জয়রথ থামলো মাশরাফিদের

ছবি:

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সকাল ৯ টায় মুখোমুখি হয়েছে মাশরাফি-নাসিরদের আবাহনী লিমিটেড এবং জাকির-মারুফদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে আবাহনীর বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪ বল আগেই মাত্র ২৪৬ রানে অলআউট হয়ে গেছে প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংককে গুঁড়িয়ে দেয়ার পেছনে মূলত অগ্রণী ভূমিকা পালন করেছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। ৯ ওভার বোলিং করে মাত্র ৪১ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। সাকলাইন সজীব এবং ভারতীয় রিক্রুট মানপ্রিত গণিও এদিন দারুণ বোলিং করেছেন। এই দুই বোলার উভয়েই শিকার করেছেন ২টি উইকেট।
২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের বোলার শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং এবং স্পিনার এনামুল হক জুনিয়রের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি বিজয়-শান্তরা। ১৭ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক নাসির এবং ওপেনার সাইফ হাসান মিলে হাল ধরেন দলের।

দুজনের ব্যাটে ভর করে ম্যাচে ফিরে আবাহনী। ফিফটি তুলে নেন ২ ব্যাটসম্যানই। কিন্তু ব্যক্তিগত ৬৫ রানে নাসির এবং ৭৫ রানে সাইফ বিদায় নিলে আর ম্যাচে ফেরা হয়নি আবাহনীর।
শেষের দিকে মাশরাফি ব্যাট হাতে প্রতিরোধ গড়লেও তিনিও বিদায় নেন ২ রানে। ৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে আবাহণী। চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল দলটি। প্রাইম ব্যাংকের হয়ে শরিফুল ইসলাম নেন ৪টি উইকেট।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেটে ৫৩ রান।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-
মেহেদি মারুফ, মেহরাব হোসেন জুনিয়র, জাকির হাসান, আল-আমিন, ইউসুফ পাঠান, সাজ্জাদুল হক, নাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির হোসেন (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, শরিফুল ইসলাম।
আবাহনী লিমিটেড-
আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিথুন, নাসির হোসেন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মানপ্রিত গণি, সানজামুল ইসলাম, সাকলাইন সজীব, মোহাম্মদ রাকিব।