promotional_ad

দোলেশ্বর-মোহামেডান কেউই জিতেনি!

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ৩৮ তম ম্যাচে আজ মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হওয়া এই ম্যাচটি বহুত নাটকীয়তার পর শেষ পর্যন্ত টাই হয়েছে।


এদিন প্রথমে ব্যাট করে দোলেশ্বরকে ২৮৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় শামসুর রহমানের মোহামেডান। শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শামসুর রহমান, রকিবুল হাসান এবং বিপুল শর্মার অর্ধশতকে ১ বল বাকি থাকতে অলআউট হলেও ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করাতে সক্ষম হয় দলটি। 


২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪১ রানে ২ উইকেট হারালেও লিটন কুমার দাস এবং মার্শাল আইয়ুবের ব্যাটে রানের চাকা সচল রাখে দলটি। দেখে শুনে খেলে ফিফটি তুলে নেন লিটন।


খানিক পর মার্শাল ফিরলেও উইকেটে থিতু হয়ে খেলতে থাকেন লিটন। তাকে সঙ্গ দেন ফরহাদ হোসেন। মোহামেডানের বোলারদের বিপক্ষে নিজের সেরাটা দিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন লিটন।



promotional_ad

১২৯ রান করে সাজঘরে ফিরলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি। লিটন ফিরলেও দলের বাকি ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয়ের পথেই এগুচ্ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। কিন্তু মোহাম্মদ আজিমের এক স্পেলে পাল্টে যায় ম্যাচের মোড়।


শেষ ওভার ৫ রান প্রয়োজন হলে মাত্র ৪ রান নিতে সক্ষম হয় দোলেশ্বর। দু'দলের স্কোর ২৮৬ হওয়ায় টাই নিয়ে মাঠ ছাড়ে দু'দল। মোহামেডানের পক্ষে দুর্দান্ত বোলিং করে মোহাম্মদ আজিম নেন ৬টি উইকেট। এছাড়াও কাজী অনিক নেন ৩টি।   


মোহামেডান স্পোর্টিং ক্লাব- 


জনি তালুকদার, রনি তালুকদার, শামসুর রহমান (অধিনায়ক), আমিনুল ইসলাম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, কাজি অনিক, ইরফান শুক্কুর, মোহাম্মদ আজিম। 



প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব- 


ইমতিয়াজ হোসেন, লিটন কুমার দাস, ফজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, জোহেইব খান, মোহাম্মদ আরাফাত, ফরহাদ রেজা (অধিনায়ক), ফরহাদ হোসেন, শরিফুল্লাহ, আরাফাত সানি, মামুন হোসেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball