promotional_ad

তামিমদের বিপক্ষে মাহমুদুল্লাহ বিহীন কোয়েটার মাঝারি পুঁজি

promotional_ad

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এবারের আসরে পেশওয়ার জালমির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রানের মাঝারি পুঁজি পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।


এই ম্যাচে টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জালমির অধিনায়ক  ড্যারেন স্যামি। আগে ব্যাট করা কোয়েটার দুই ওপেনার আসাদ শফিক ও শেন ওয়টসন ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন।


কিন্তু দলীয় ১০ রানে ৯ রান করা ওপেনার আসাদ শফিক জালমির পেসার সামিন গুলের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। এরপর ওয়াটসন ও উমর আমিনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় কোয়েটা।


কিন্তু দলীয় ৬০ রানে জালমি অধিনায়ক ড্যারেন স্যামির বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১১ রান করা উমর আমিন। অবশ্য একপ্রান্ত আগলে রাখা ওয়াটসন ৪৭ রান করে আউট হয়েছেন খালিদ উসমানের বলে বোল্ড হয়ে।



promotional_ad

দুর্দান্ত খেলতে থাকা কেভিন পিটারসেনকে মোহাম্মদ আসগরের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে  নিয়েছেন ড্যারেন স্যামি। ১৫ তম ওভারের প্রথম বলে সরফরাজ আহমেদ বেকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিলেও চার খেলোয়াড় বাইরে রাখায় বলটি নো ঘোষণা করেন আম্পায়ার।


ফলে পেশওয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামির ভুলে এই যাত্রায় বেঁচে যান সরফরাজ। ৩ জন প্লেয়ার বাইরে রাখার নিয়ম রয়েছে পাওয়ার প্লের পরে। এরপর দলীয়,  ১২৫ রানে ৩৭ রান করা রুশো জালমি পেসার উমাইদ আসিফের বলে সাব্বিরের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন।


কোয়েটা অধিনায়ক সরফরাজ আহমেদ ১৭ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। তারপর, আনোয়ার আলী ৩ ও হ্যাস্টিংস ১ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোয়েটার ইনিংস থামে ১৪১ রানে।


পেশোয়ার জালমি একাদশ- 



তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সাব্বির রহমান, খালিদ উসমান, ডোয়াইন স্মিথ, সামিন গুল, উমেইদ আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আসগর।  


কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-  


আসাদ শফিক, শেন ওয়াটসন, উমর আমিন, কেভিন পিটারসেন, মোহাম্মদ নেওয়াজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), রাইলি রুশো, জন হেস্টিংস, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball