promotional_ad

জেতা ম্যাচ হারল আশরাফুলরা

promotional_ad

আশরাফুলদের সহজেই হারাল খেলাঘর। মিরপুরে লো স্কোরিং ম্যাচে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল অপেক্ষাকৃত কম শক্তিশালী খেলাঘর। আগে ব্যাট করা খেলাঘরের দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে কলাবাগানকে।


ব্যাটিং পাওয়ারপ্লেতেই উপরের সারির পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কলাবাগানের হয়ে একা লড়েছেন তাইবুর ও আবুল হাসান। ৩৪ রানে ৭ উইকেটের দল থেকে কলাবাগানের স্কোর ১৭০ রানে নিয়ে পৌঁছে দিয়ে আউট হয়েছে আবুল হাসান রাজু।


অবিশ্বাস্য দৃঢ়তায় ৭৬ রান যোগ করেছেন তিনি। সঙ্গী তাইবুর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৮১ রানের ইনিংস খেলেছেন। অবিশ্বাস্য জুটি গড়ে কলাবাগানকে প্রায় জিনিয়ে দিয়েছিল এই জুটি। কিন্তু ৪৭তম ওভারে তাইবুরের বিদায়ে আশাভঙ্গ হয় কলাবাগানের।


শেষের দিকে সঞ্জিত সাহা ৩১ রান যোগ করে শুধু পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ১৫ রানে জিতেছে খেলাঘর। খেলাঘরের হয়ে তরুন প্রতিভা হাসান মাহমুদ সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। রবি ও আঞ্জুম নিয়েছেন দুটি করে উইকেট।



promotional_ad

জিতলেও আগে ব্যাট করা খেলাঘরও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। একমাত্র অমিত মজুমদার ও আল মানারিয়া বাদে কেউই ভালো করতে পারেনি। স্রোতের বিপরিতে দাঁড়িয়ে আল মানারিয়া খেলেছেন ৯৫ রানের ইনিংস।


৪২ রান করে তাকে সঙ্গ দিয়েছেন অমিত মজুমদার। রাহাতুল , মুক্তার আলি ও নাহিদ ছিলেন বল হাতে কলাবাগানের নায়ক।


কলাবাগান ক্রীড়া চক্র একাদশ:


তাসামুল হক, ওয়ালিউল করিম, মোহাম্মদ আশরাফুল, আকবর উর রেহমান, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, রাহাতুল ফেরদৌস, মুক্তার আলী (অধিনায়ক), আবুল হাসান, নাহিদ হাসান, সঞ্জিত সাহা, মাহবুবুল আলম।



খেলাঘর সমাজ কল্যাণ সমিতি একাদশ:


রবিউল ইসলাম রবি, সাদিকুর রহমান, মাহিদুল ইসলাম ভূইয়া, অমিত মজুমদার, অশোক মেনারিয়া, মোহাম্মদ নাজিমউদ্দিন, আঞ্জুম আহমেদ, তানভির ইসলাম, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, মাসুম খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball