promotional_ad

নখ কামড়ানোর ম্যাচ জিতল ব্রাদার্স

promotional_ad

বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ২৮৯ রানের বড় লক্ষ তাড়া করতে নামা ব্রাদার্স জিতেছে পাঁচ বল বাকী থাকতেই। ওপেনার মাইশুকুরের ৮৮ রানের ইনিংসের পর দেবব্রত দাস ও ইয়াসির আলির আগ্রাসী ব্যাটিংয়ে পাঁচ উইকেটে জিতেছে ব্রাদার্স।


বড় পুঁজি তাড়া করতে নামা ব্রাদার্স দুই ওপেনার মিজানুর ও মাইশুকুরে ১২ ওভারেই অর্ধশত রানে পৌঁছে যায়। মিজানুর ফিরলেও জুনায়েদ সিদ্দিকির সাথে জুটি গড়ে রান রেটের সাথে পাল্লা দিয়ে খেলে যান মাইশুকুর। 


মিডেল ওভারে আফিফ আঘাত হানলেও খেই হারাননি তিনি। ফিফটি তুলে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন ব্রাদার্সের ওপেনার। রায়হানের বলে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকা অবস্থায় সাজঘরে অবস্থায় দিরতে হয় মাইশুকুরকে। 


তবে দেবব্রতর ঝড় তোলা ব্যাটিংয়ে কাজ সহজ হয়ে যায় ব্রাদার্সের। ৬০ বলে ৭৫ রান যোগ করে দেবব্রত আউট হলেও বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলা ইয়াসির আলির ব্যাটে পাঁচ উইকেটের জয় পায় ব্রাদার্স। ৩৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন ইয়াসির।



promotional_ad

শাইনপুকুরের হয়ে রায়হান উদ্দিন দুটি উইকেট শিকার করেন। এছাড়া সাইফউদ্দিন ও আফিফরা একটি করে উইকেট নেন। সকালে শুরুতে ব্যাট করা টপ অর্ডার ব্যর্থ হলেও মিডেল অর্ডারে আফিফের ফিফটি ও অধিনায়ক শুভাগতর দুর্দান্ত ফিফটি লড়াই করার পুঁজি পায়  শাইনপুকুর।


শুভাগত মাত্র ৯৮ বলে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। ৬৮ রান করে তাকে সঙ্গ দিয়েছেন আফিফ হাসান। ব্রাদার্সের খালেদ ও শুভ ছিলেন সেরা বোলার। 


ব্রাদার্স ইউনিয়ন :


ইফতেখার সাজ্জাদ, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ, নাজমুস সাদাত, শুভ, জুনায়েদ সিদ্দিক, মেহেদী হাসান রানা, মিজানুর রহমান মাইশুকুর রাহমান, ইয়াসির আলী, দেবব্রত দস 



শাইনপুকুর ক্রিকেট ক্লাব :


সাদমান ইসলাম, সাব্বির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, উদয় কউল, আফিফ হোসেন, নাঈম ইসলাম জুনিয়র,  সুজন হাওলাদার, রায়হান উদ্দিন, মিনহাজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball