ব্যর্থ পাঠান

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) বুধবার ষষ্ঠ রাউন্ডে মাঠে নেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠিয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাট করতে নেমে দুই ওপেনার মেহেদি মারুফ এবং মেহরাব হোসেন জুনিয়রের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি।
দেখে শুনে খেলে ওপেনার মেহেদি তুলে নেন ফিফটি। মারুফ ৫৪ করে বিদায় নিলেও তার ওপেনিং সঙ্গী মেহরাবও ফিফটি তুলে নেন। কিন্তু তিনিও ফিফটি হাঁকানোর পর বিদায় নেন।

এরপর ইনিংসের খেই খানিকটা হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। আল আমিন ২৫, জাকির ০ করে ফিরলেও ভালো শুরু পেয়েছিলেন ভারতের ইউসুফ পাঠান। তবে ২৭ বলে ২১ রান করে রাজা আলি দারের শিকার হয়ে ফেরেন তিনি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত প্রাইম ব্যাংকের সংগ্রহ ৪২ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দল-
মেহেদি মারুফ, মেহরাব হোসেন জুনিয়র, জাকির হাসান, আল-আমিন, ইউসুফ পাঠান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল হক, দেলোয়ার হোসেন, মনির হোসেন (সি), রুবেল হোসেন
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব দল-
আজমির আহমেদ, সৌম্য সরকার, রাজা আলি দার, শাহরিয়ার নাফিস, ধীমান ঘোষ, সালমান হোসেন, জাহিদ জাভেদ, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), শফিউল ইসলাম, মোহাম্মদ ইশাক, আল আমিন হোসেন।