বাংলাদেশের মুস্তাফিজ বনাম পিএসএলের মুস্তাফিজ

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে গত টি টোয়েন্টি সিরিজে বল হাতে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৯ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।
এরপর দ্বিতীয় ম্যাচে ছিলেন আরো বিবর্ণ। মাত্র ৩ ওভারে ৩২ রান খরচায় উইকেট শুন্য ছিলেন কাটার মাস্টার। তবে বলা যায় এর ঠিক উলট পুরাণ দেখা যাচ্ছে চলমান পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসরে।
এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলা মুস্তাফিজ এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্মেন্সই উপহার দিয়েছেন। তাঁর দল লাহোর এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকয়টিতে হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন ফিজ।

করাচি কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন ফিজ। এদিন নিজের প্রথম ওভারে এসেই বাবর আজমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে উইকেট মেইডেন দিয়ে নিজের স্পেল শুরু করেন তিনি।
শুধু সেই ম্যাচেই নয়, অভিষেক ম্যাচেও দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছেন ফিজ। মুলতান সুলতানসের বিপক্ষে ২৩শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
তবে এরপর দ্বিতীয় ম্যাচে কিছুটা অনুজ্জ্বল ছিলেন ফিজ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২ ওভারে ১০ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন কাটার মাস্টার। তবে উইকেট কম পেলেও ইকোনমি রেটের দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন ফিজ।
সবমিলিয়ে এখন পর্যন্ত মিতব্যয়ী বোলারদের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। বর্তমানে ৩ ম্যাচে তাঁর ইকোনমি রেট ৫.৪০। এই তালিকার সবার ওপরে ১.৮০ ইকোনমি রেট নিয়ে অবস্থান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ নেওয়াজের।
৩.৫০ রেটে দ্বিতীয়তে অবস্থান ইসলামাবাদ ইউনাইটেডের স্টিভেন ফিনের। এরপর যথাক্রমে আছেন মোহাম্মদ আমির (২ ম্যাচে ৪.৩৩), রুম্মান রইস (২ ম্যাচে ৫.১০), মোহাম্মদ ইরফান (৩ ম্যাচে ৫.১৬), শহীদ আফ্রিদি (৩ ম্যাচে ৫.৩৩) এবং উমেইদ আসিফ (২ ম্যাচে ৫.৩৭)।