promotional_ad

মোহামেডানকে হারিয়ে মাশরাফিদের ডাবল হ্যাট্রিক

promotional_ad

মোহামেডানকে খুব সহজেই হারালো আবাহনী লিমিটেড। মিরপুরে আবাহনীর দেয়া ২৬০ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় মোহামেডান। ১১২ রানের বড় জয়ে এবারের ডিপিএল আধিপত্য বজায় রাখল আবাহনী।


মাঝারি পুঁজি তাড়া করতে নেমে শুরু থেকেই মোহামেডানকে ব্যাকফুট ফেলে দেয় নতুন বলে অপ্রতিরোধ্য মাশরাফি। প্রথম স্পেলেই উপরের সারির তিন উইকেট তুলে নিয়ে বাকী বোলারদের কাজ সহজ করে দেয় টাইগারদের ওয়ানডে দলপতি।


সেখান থেকে মোহামেডানকে ঘুরে দাঁড়াতে দেয়নি আবাহনী। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ইনিংসের ২০ ওভার বাকী থাকতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের অল আউট করে আবাহনী। 


মাশরাফি ছাড়াও তিন উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন, মানপ্রিত গনি, ও সানজামুলও উইকেটের দেখা পেয়েছেন। এর আগে ব্যাট হাতে আবাহনীকে লড়াই করার মত পুঁজি এনে দিয়েছেন এনামুল  হক বিজয় ও নাসির হোসাইন।



promotional_ad

বিজয় ৬৩ ও নাসিরের ৬৭ রানের সাথে মাশরাফি ক্যামিও ইনিংস আবাহনীর স্কোর আড়াইশ ছাড়াতে সাহায্য করেছে। মোহামেডানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ আজম। 


আবাহনী লিমিটেড :


এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মানপ্রিত গনি, সানজামুল ইসলাম। 


মোহামেডান স্পোর্টিং ক্লাব :



শামসুর রহমান, রনি তালুকদার, জনি তালুকার, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ আজিম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, শুভাশিস রায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball