promotional_ad

বিকেএসপিতে শরিফের কারিশমা

promotional_ad

বিকেএসপিতে গাজী গ্রুপ ও রুপগঞ্জের বৃষ্টি কারনে ৩৩ ওভারে কমিয়ে আনা ম্যাচটিতে আগেবাত করা গাজী গ্রুপ ১৯০ রান তুলে ইনিংসের দুই বল বাকী থাকতে অল আউট হয়েছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর নাদিফ চৌধুরীর ইনিংসে ভর করে লড়াই করার মত পুঁজি পায় গাজী গ্রুপ।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইমরুল কায়েস ও মমিনুল হকরা ব্যর্থ হওয়ার পর বিদেশি রিক্রুট মনোজ তিওয়ারিও বড় স্কোর গড়তে পারেনি। রুপগঞ্জের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরিফের প্রথম স্পেলেই উপরের সারির তিন উইকেট হারায় গাজী গ্রুপ।


ওপেনার আব্দুল্লাহ আল মামুনের পর ইমরুল (২২ রান) ও তিওয়ারিকে (২২ রান) বিশের ঘরে আটকে ফেলেন শরিফ।  অন্য প্রান্তে নতুন বল শেয়ার করা আরেক পেসার মোহাম্মদ শহিদে শুন্য রানে ফিরেছেন ইনফর্ম মমিনুল হক। 


পরে নাদিফ ও জাকিরের অর্ধশত রানের জুটি গাজী গ্রুপকে লড়াকু স্কোরের প্ল্যাটফর্ম দেয়। জাকির ৪১ বলে ৩৭ রানে থামলেও নাদিফ খেলেছেন ৬১ বলে ৭৫ রানের চোখ জুড়ানো ইনিংস।



promotional_ad

জাকির আউট হওয়ার পর সঙ্গীর অভাবে গাজী গ্রুপের স্কোর দুইশ ছাড়াতে ব্যর্থ হন নাদিফ। শুরুতে তিন উইকেট নেয়া শরিফ ইনিংস শেষ করেছেন ৬.৪ ওভারে মাত্র ৩৩ রানে ছয় উইকেট নিয়ে। আরেক পেসার শহিদ নিয়েছেন তিন উইকেট। জয়ের জন্য ৩৩ ওভারে ১৯২ রান দরকার মুশফিকদের।


গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ


আব্দুল্লাহ আল মামুন, ইমরুল কায়েস, মমিনুল হক, মনোজ তিওয়ারী, নাদিফ চৌধুরী, জাকির আলি অনিক, নাইম হাসান, রুহেল আহমেদ, মেহেদী হাসান, রাজিবুল ইসলাম, আবু হায়দার।


লিজেন্ডস অব রূপগঞ্জঃ



আব্দুর মজিদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন মিলন, পারভেজ রাসুল, মোহাম্মদ শরিফ, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহিদ, আসিফ হাসান, তুষার ইমরান, নাইম ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball