আবারো মাশরাফি

promotional_ad

ব্যাট হাতে লোয়ার অর্ডারে রানের পর বল হাতেও আবাহনীকে উইকেট উপহার দিলেন এখন পর্যন্ত এবারের লীগের সেরা বোলার মাশরাফি বিন মুর্তজা।


আবাহনীর দেয়া ২৬০ রানের জবাবে ব্যাট করতে নামা মোহামেডানকে ব্যাটিং পাওয়ারপ্লেতেই ব্যাকফুটে ফেলে দেন তিনি।  মিরপুরের মাঠে নিজের প্রথম স্পেলেই দুই উইকেট শিকার করেন নিয়েছেন মাশরাফি।


মোহামেডানের দুই ইনফর্ম টপ অর্ডার ব্যাটসম্যান জনি তালুকদার ও শামসুর রহমানকে অল্প রানে সাজঘরে পাঠান মাশরাফি। তবে দ্রুত জুটি গড়ে সঠিক পথে ফেরার আভাস দেয় চার নম্বরে নামা ইরফান ও ওপেনার রনি।


কিন্তু সাত ওভারের লম্বা স্পেলে ফের মোহামেডানের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন মাশরাফি। ৩৫ রান করে উইকেটে জমে যাওয়া রনি তালুকদারকে সরাসরি বোল্ড করেন তিনি।


promotional_ad

নিজের প্রথম স্পেলে সাত ওভার বল করে ৩৭ রান খরচায় তিন উইকেট শিকার করেছেন তিনি। 


আবাহনী লিমিটেড :


এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মানপ্রিত গনি, সানজামুল ইসলাম। 


মোহামেডান স্পোর্টিং ক্লাব :


শামসুর রহমান, রনি তালুকদার, জনি তালুকার, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ আজিম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, শুভাশিস রায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball