promotional_ad

অপরাজেয় মাশরাফিরা

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পাঁচটি রাউন্ড। এখন পর্যন্ত টুর্নামেন্টের ১২টি দলই খেলেছে সমান ৫টি করে ম্যাচ। আর এই পাঁচ ম্যাচের সবকয়টিতে জিতে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফি-নাসিরদের আবাহনী লিমিটেড। 


বর্তমানে সবগুলো ম্যাচ জিতে আবাহনীর স্কোর ১০। নেট রান রেটও সবথেকে বেশি (১.৪৫৯)। টেবিলের দ্বিতীয়তে ৩টি জয় নিয়ে অবস্থান করছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তাদের রান রেট ০.৭৩০।


৫ ম্যাচে ৩ জয় নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তৃতীয়তে অবস্থান করছে লিজেন্ডস অফ রুপগঞ্জ (০.৪৯৩)। এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব (০.৪০৭) এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব (০.০০৪)। 


এক নজরে দেখে নিন চার রাউন্ড শেষে ডিপিএলের শীর্ষ ১২ দলের তালিকাটি- 


১। আবাহনী লিমিটেড- (জয় ৫টি, পরাজয়- ০, পয়েন্ট- ১০, রান রেটঃ ১.৪৫৯)


২। শাইনপুকুর ক্রিকেট ক্লাব (জয় ৩টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৬, রান রেটঃ ০.৭৩০) 



promotional_ad

৩। লিজেন্ডস অফ রুপগঞ্জ (জয় ৩টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৬, রান রেটঃ ০.৪৯৩) 


৪। মোহামেডান স্পোর্টিং ক্লাব (জয় ৩টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৬, রান রেটঃ ০.৪০৭)


৫।  শেখ জামাল ধানমন্ডি ক্লাব (জয় ৩টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৬, রান রেটঃ ০.০০৪)


৬। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (জয় ৩টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৬, রান রেটঃ -০.৪১০) 


৭। গাজি গ্রুপ অফ ক্রিকেটার্স (জয় ২টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ৪, রান রেটঃ -০.৩৬৯) 


৮। ব্রাদার্স ইউনিয়ন (জয় ২টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ৪, রান রেটঃ -০.৪৬৮) 



৯।  অগ্রণী ব্যাংক (জয় ২টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৪, রান রেটঃ -০.৫১৭) 


১০। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (জয় ১টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ২, রান রেটঃ -০.৭৮৩) 


১১। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (জয় ২টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ৪, রান রেটঃ -০.০৫৬) 


১২। কলাবাগান ক্রীড়া চক্র (জয় ১টি, পরাজয়- ৪টি, পয়েন্ট- ২, রান রেটঃ -০.৪৫৩) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball