ব্যাটিংয়ে আশরাফুল

ছবি:

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২৯তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন সকাল ৯টায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলাবাগানের অধিনায়ক মুক্তার আলি।
তবে মুক্তারের সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণিত করে দিয়েছেন শাইনপুকুরের ডান হাতি মিডিয়াম পেসার সুজন হাওলাদার। মাত্র ৫ রানের মাথায় দুই ওপেনার জসিমউদ্দিন এবং মুনিম শাহরিয়ারকে সাজঘরে ফেরত পাঠিয়ে কলাবাগানকে বিপদের মুখে ফেলে দিয়েছেন তিনি।
এরপর সে??? পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার চেষ্টায় রত আছেন মোহাম্মদ আশরাফুল এবং আকবর-উর রহমান। এই রিপোর্ট লেখা পর্যন্ত কলাবাগানের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৭ রান (৯ ওভার)। আকবর ১০ এবং আশরাফুল শুন্য রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন।

কলাবাগান ক্রীড়া চক্র দল-
জসিমউদ্দিন, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ আশরাফুল, আকবর-উর রহমান, রাহাতুল ফেরদৌস, মুক্তার আলি (অধিনায়ক), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, আবুল হাসান, শাহাদাত হোসেন, তাইবুর রহমান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-
আফিফ হোসেন, মিনহাজ খান, তৌহিদ হৃদয়, শুভাগত হোম, সাব্বির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, নাইম ইসলাম জুনিয়র, সাদমান ইসলাম, উদয় কাউল।