promotional_ad

টানা সাত ওভার বোলিং করলেন মাশরাফি

promotional_ad

বিকেএসপির চার নম্বর মাঠে আজ সকাল ৯ টায় মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আবাহনী অধিনায়ক নাসির হোসেন।


এরপর ব্যাটিংয়ে নেমে আনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭০ রান সংগ্রহ করে আবাহনী। বিজয় ১২২ বলে ১১৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন যেখানে ছিলো ৪টি ছয় এবং ৬টি চার।


বিজয় ছাড়াও এদিন মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদি হাসান মিরাজ। সৈকত ৪৯ রান করে হাফসেঞ্চুরি মিস করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


আর শেষের দিকে মিরাজ খেলেছেন ১৮ বলে ২টি ছয় এবং ২টি চারের সাহায্যে অপরাজিত ৩৪ রানের একটি ক্যামিও ইনিংস। মিরাজের সাথে ইনিংসের শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকেন সানজামুল ইসলাম। ৩টি চারের সাহায্যে মাত্র ১৫ বলে এই রান করেন তিনি।  


এদিকে ইতিমধ্যে ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমেই বিপদের মুখে পড়েছে শেখ জামাল ধানমন্ডি। দলীয় ১৭ রানের মাথায় ওপেনার জিয়াউর রহমানকে বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।


তাঁর টানা সাত ওভারের স্পেলে আউট হতে হয়েছে  ওপেনার সৈকত আলিকেও। দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার সৈকতের ষ্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন ম্যাশ। ফলে শুরুতেই বিপদে পড়তে হয়েছে শেখ জামালকে।



promotional_ad

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের স্কোর ২ উইকেটে ৬৪ রান (১৬ ওভার)। ক্রিজে আছেন জালাজ সাক্সেনা (১৬) এবং ইলিয়াস সানি (৮)। এখন পর্যন্ত মাশরাফি টানা ৭ ওভার বোলিং করে ১ মেডেন সহ ২৫ রানে ২ উইকেট শিকার করেছেন। 


এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছিলো আবাহনী। দলীয় মাত্র ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে ফেলেছিলো তারা। আগের দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলা ওপেনার সাইফ হাসানকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন আবু জায়েদ রাহি। 


এরপর ২ রানের ব্যবধানে নাজমুল হাসান শান্তর ষ্ট্যাম্প উড়িয়ে দিয়ে আরেকবার ব্রেক থ্রু এনে দেন শেখ জামাল স্পিনার সোহাগ গাজি। টিকতে পারেননি অধিনায়ক নাসিরও। গত ম্যাচে ৩৪ রান করা নাসির এদিন আউট হয়েছেন মাত্র ১১ রান করে ইলিয়াস সানির বলে।


স্কোরবোর্ডে মাত্র ৪৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল আবাহনী। সেই পরিস্থিতি থেকে দলকে উঠিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নেন আনামুল হক বিজয় এবং মোহাম্মদ মিথুন।


এই দুই ব্যাটসম্যান ৩৫ রানের জুটি গড়ে দলকে কিছুটা বিপদমুক্ত করেন। কিন্তু ৭৮ রানের মাথায় জালাল সাক্সেনার বলে আবু জায়েদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মিথুন (১৪)। তবে মিথুন ফিরে গেলেও অসাধারণ ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নেন ওপেনার বিজয়। 


এরপর নিজের ইনিংস লম্বা করার দিকে মনোযোগ দেন জাতীয় দলের এই ওপেনার। দারুণ ব্যাটিং করে এবারের টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরিও তুলে নেন বিজয়। পরবর্তীতে ১১৬ রান করে রবিউল হকের বলে আউট হন তিনি।



বিজয় ফিরলে পরবর্তীতে মোসাদ্দেক, মেহেদি হাসান এবং সানজামুলের ব্যাটে ৭ উইকেটে ২৭০ রানের বড় স্কোর নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় আবাহনী। শেখ জামালের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট শিকার করেছেন রবিউল হক। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি, সোহাগ গাজি, ইলিয়াস সানি এবং জালাজ সাক্সেনা। 


আবাহনী লিমিটেড দল- 


আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, সাকলাইন সজিব, হোসেন আলি। 


শেখ জামাল দল-


জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), তানবির হায়দার, নাজমুল হোসেন, আবু জায়েদ রাহি, সৈকত আলি, রবিউল হক, আল-ইমরান, জালাজ সাক্সেনা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball