promotional_ad

পিএসএলের উদ্বোধনী ম্যাচে তামিমদের সেরা একাদশ

promotional_ad

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত দুই আসরেরই চ্যাম্পিয়ন পেশওয়ার জালমি। তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নবাগত মুলতান সুলতান্স।


এবারের আসরকে সামনে রেখে বেশ শক্তিশালী দল গড়েছে ডিফেন্ডিং চ্যম্পিয়নরা। টাইগার তারকা তামিম ইকবালের সাথে দলে আছেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস জর্ডানের মতো তারকারা।


এবারের আসরে দলটির নেতৃত্ব দেবেন উইন্ডিজের হয়ে দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। এদিকে, বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও আঙ্গুলের ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে নামা হচ্ছেনা তার।


একই দলের হয়ে খেলার কথা রয়েছে টাইগার হার্ডহিটার সাব্বির রহমানের। যদিও তার একাদশে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তাছাড়া, ভিসা জতিলতায় এখনও দুবাই যেতে পারেননি তামিম ইকবাল।



promotional_ad

ফলে কামরান আকমলের সাথে জালমির ইনিংস শুরু করতে দেখা যেতে পারে আন্দ্রে ফ্লেচারকে। এদিকে, জালমির হয়ে দারুণ চমক দেখাতে পারেন ২৩ বছর বয়সী খুশদিল শাহ।


এই তরুণ কায়েদ-ই-আযম ট্রফিতে ২৫.৭৩ গড়ে ৩৮৬ রান করেছেন। আর রিজিওনাল ওয়ানডে কাপে ৫৫.৫৭ গড়ে ৩৮৯ রান করে পেশওয়ার জালমির নির্বাচকদের নজর কেড়েছেন।


নবাগত মুলতান সুলত??ন, দলে ভিরিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে। সঙ্গে রয়েছে লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। আর প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। তারাও চমক দেখাতে পারেন এবার।


দেখে নেয়া যাক দুই দলের সেরা একাদশঃ



পেশওয়ার জালমি একাদশ (সম্ভাব্য):  কামরান আকমল, তামিম ইকবাল/আন্ড্রে ফ্লেচার, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, খুশদিল শাহ, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আসগর।


মুলতান সুলতানস একাদশ (সম্ভাব্য): আহমেদ শেহজাদ, শান মাসুদ,  কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক),  থিসারা পেরেরা, কাইরন পোলার্ড, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক (অধিনায়ক),সাইফ বদর, সোহেল তানভির, ইমরান তাহির,  মোহাম্মদ আব্বাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball