পিএসএলে খেলতে রাতেই দেশ ছাড়ছেন মুস্তাফিজ-মাহমুদুল্লাহ

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের পর্দা উঠছে আগামী ২২ ফেব্রুয়ারি। এবারের আসরে যোগ দিতে মঙ্গলবার রাতেই দেশ ছাড়ছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
পিএসলের প্রথম আসরে দলে ছিলেন মুস্তাফিজ তবে ইনজুরির কারণে খেলা হয়নি তার। এই টাইগার পেসার এবার নাম লিখিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য।
এদিকে, গত আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা মাহমুদউল্লাহকে এবারও ধরে রেখেছে তার দল। দুইজনই মঙ্গলবার বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন। ফলে, দলের সঙ্গে যোগ দিতে দ্রুতই বিমান ধরছেন তারা।

মুস্তাফিজ-মাহমুদুল্লাহ ছাড়া এবারের আসরে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। দুজনেই খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশওয়ার জালমির হয়ে।
আঙ্গুলের ইনজুরির কারণে এখনই পিএসএলে যোগ দিচ্ছেন না সাকিব। আর ভিসা জটিলতায় পড়ায় মাহমুদউল্লাহ ও মুস্তাফিজদের সঙ্গে বিমান ধরতে পারছেন না টাইগার ওপেনার তামিম ইকবাল।
ভিসা জটিলতা শেষ হলেই দুবাইয়ের বিমান ধরবেন তামিম। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কাকে নিয়ে বসছে নিদাহাস টি২০ ক্রিকেট টুর্নামেন্টের আসর।
সেখানে যোগ দেয়ার আগে, দুবাইয়ে ২০ ওভারের ম্যাচের অনুশীলনটা সেড়ে নেয়ার সুযোগটা কোনো ভাবেই মিস করতে চাননি বাংলাদেশ দলের এই ক্রিকেটাররা। তাই যোগ দিচ্ছনে পিএসএলের তৃতীয় আসরে।