promotional_ad

ডিপিএলে উজ্জ্বল সম্ভাবনাময় তরুন পেসার

promotional_ad

ফতুল্লায় শেখ জামালের বোলারদের বিপক্ষে দাপট দেখাতে পারল না প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে মাত্র ২২৭ রানে অল আউট হয়েছে প্রাইম ব্যাংক। তরুন রবিউলের সাথে রাহি ও সানি দারুন বোলিং করেছেন। প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও কেউই ইনিংস লম্বা করতে পারেনি।


চতুর্থ রাউন্ডের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মেহেদী মারুফের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক। দেখে শুনে খেলা প্রাইম ব্যাংকের দুই ওপেনার মেহেদী মারুফ ও শানাজ আহমেদ দলকে ভালোই সূচনা এনে দিয়েছিল।


ব্যাটিং পাওয়ারপ্লেতে শক্তি ভিত গড়ে দিয়েছিল দুই ওপেনার।  কিন্তু সদ্য যুব বিশ্বকাপ খেলে আনা তরুন পেসার রবিউল হক দুর্দান্ত স্পেল শেখ জামালকে উইকেট এনে দেয়। ১৩তম ওভারে এসে ১৪ রান করা শানাককে ফেরান রবিউল।


প্রথম স্পেলে পাঁচ ওভারে মাত্র ৯ রান খরচা করে এক উইকেট শিকার করেন এই সম্ভাবনাময় পেসার। তবে মেহেদী মারুফ তিন নম্বরে নামা জাকির হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক।


রান রেট বেশি না হলেও উইকেট হাতে রেখে খেলার চেষ্টা করছিল প্রাইম ব্যাংক। কিন্তু বিপদ ঘরে ২২তম ওভারে। স্পিনার সোহাগ গাজীর বলে ৪১ রানে ফিরতে হয় অধিনায়ক মারুফকে।



promotional_ad

চান্দিলাকে নিয়ে জাকির কিছুটা লড়াই করলেও বেশি দূর যেতে পারেনি। ১২ রানে চান্দিলার বিদায়ের পর খেই হারান জাকিরও।  ২৭ রান আসে তার ব্যাট থেকে। শেখ জামালের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে উঠতে পারেনি আরিফুল-নাহিদুলরা।


দুই অংকের ঘরে পৌঁছেই সাজঘরে ফিরেছেন এই দুই ব্যাটসম্যান। লোয়ার অর্ডারে সাজ্জাদুল ও দেলোয়ারের লড়াকু ইনিংসে ভর করে সম্মানজনক পুঁজি অর্জন করে প্রাইম ব্যাংক। সাজ্জাদ ৩৫ ও দেলোয়ার ২৬ রান করেন।


পুরো ইনিংস জুড়ে শেখ জামালের বোলিংয়ের বিপক্ষে চড়াও হতে ব্যর্থ হয় পাইলটের ছাত্ররা। শেখ জামালের হয়ে তরুন রবিউল হক দারুন বোলিং করেছেন। ৯ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া আবু জায়েদ রাহি ও ইলিয়াস সানি দুইটি করে উইকেট নিয়েছেন।


শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ


সৈকত আলী, রাকিন আহমেদ, আবু জায়েদ, দ্বিগভিজয় রাঙ্গি, ইলিয়াস সানি, নুরুল হাসান (অধিনায়ক), তানবির হায়দার, সোহাগ গাজি, জিয়াউর রহমান, রবিউল হক, নাজমুল ইসলাম।



প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ


মেহেদী মারুফ (অধিনায়ক), জাকির হাসান, শানাজ আহমেদ, কুনাল চান্দিলা, আল-আমিন, নাহিদুল ইসলাম, শাজ্জাদুল হক, দেলোয়ার হোসেন, মনির হোসেন, আরিফুল হক, রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball