নাইম ও মজিদের দারুণ ব্যাটিংয়েও রূপগঞ্জের মাঝারি স্কোর

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ১৬তম ম্যাচে আজ মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুই দল লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদের সেঞ্চুরি এবং অধিনায়ক নাইম ইসলামের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রূপগঞ্জ।
এদিন সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রাইম ব্যাংকের অধিনায়ক মেহেদি মারুফ। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানের মাথায় ওপেনার সালাউদ্দিন পাপ্পুর উইকেটটি হারিয়ে বসে রূপগঞ্জ। শাহনাজ আহমেদের হাতে ক্যাচ বানিয়ে তাঁকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম।
এরপর স্কোরবোর্ডে আর মাত্র ৭ রান যোগ করেই ফিরে যেতে হয় অভিষেক মিত্রকেও। দেলোয়ার হোসেনের বলে নাহিদুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। ওপেনার আব্দুল মজিদ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান সামি আসলামের ব্যাটে এরপর কিছুটা বিপদ কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলো রূপগঞ্জ।
তবে ৫৩ রানের মাথায় সামি আসলামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আবারো নাইম ইসলামের দলটিকে বিপদের মুখে ফেলে দেন নাহিদুল ইসলাম। দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেললেও হাল ছাড়েননি ওপেনার আব্দুল মজিদ।
অধিনায়ক নাইমকে সাথে নিয়ে তিনি জুটি গড়েন ১৩৫ রানের। আর এই জুটি গড়ার পথেই তুলে নেন এবারের ডিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির পর অবশ্য বেশীক্ষণ টিকতে পারেননি মজিদ। ১১০ রান করে দেলোয়ার হোসেনের দ্বিতীয় শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে।

এর আগের ম্যাচেও দারুণ খেলেছিলেন মজিদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭০ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এবার রূপগঞ্জের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠলেন ২৭ বছর বয়সী এই ওপেনার।
এদিকে রূপগঞ্জ দলীয় ১৮৮ রানে মজিদের উইকেটটি হারানোর পর হাফসেঞ্চুরি তুলে নিতে সক্ষম হয়েছেন অধিনায়ক নাইম ইসলাম। কিন্তু এরপর তিনিও আর স্কোর বড় করতে পারেননি। কেননা ৫১ রান করে তাঁকে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হতে হয়েছে।
নাইম ফিরে গেলে পরবর্তীতে তুষার ইমরানের ১২ এবং নাজমুল হোসেন মিলনের ২৬ রানের ইনিংসে ২৩৯ রানের মাঝারি পুঁজি দাঁড়া করায় রূপগঞ্জ। মূলত রূপগঞ্জকে কম রানে আটকে রাখার পেছনে সবথেকে বড় প্রভাবক হিসেবে কাজ করেছেন প্রাইম ব্যাংকের ৩৩ বছর বয়সী মিডিয়াম পেসার দেলোয়ার হোসেন।
৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। যেখানে সেঞ্চুরিয়ান আব্দুল মজিদের উইকেটটিও ছিলো। এছাড়াও শরিফুল ইসলাম এবং নাহিদুল ইসলাম প্রত্যেকে ১টি করে উইকেট নিয়েছেন।
লিজেন্ডস অফ রূপগঞ্জ একাদশ-
আব্দুল মজিদ, সালাউদ্দিন পাপ্পু, অভিষেক মিত্র, সামি আসলাম, নাইম ইসলাম (অধিনায়ক), তুষার ইমরান, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ শহীদ, মোশাররফ হোসেন, সৈয়দ রাসেল, আসিফ হাসান।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশ-
মেহেদী মারুফ (অধিনায়ক), আল-আমিন, নাহিদুল ইসলাম, শাহনাজ আহমেদ, মেহরাব হোসেন জুনিয়র, এনামুল হক জুনিয়র, মনির হোসেন, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক, শরিফুল ইসলাম, কুনাল চান্দেলা।