ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) চলমান আসরে নিজেদের শেষ ম্যাচে গাজি গ্রুপের কাছে ২০ রানে পরাজিত হয়েছিলো শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচের পরাজয়ের গ্লানি ভুলে এবার জয়ের ধারায় ফিরতে আজ আব্দুর রাজ্জাকের অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলছে তারা।
বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাইনপুকুর অধিনায়ক শুভাগত হোম। এরপর ব্যাটিংয়ে নেমে অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রানের বড় পুঁজি পায় শাইনপুকুর।
তবে দিনের শুরুতে বড় স্কোরের আভাস মোটেই পাওয়া যায়নি দলটির কাছ থেকে। কেননা এদিন ব্যাটিংয়ে নামার পরেই স্কোরবোর্ডে কোনো রান যোগ না করে ওপেনার সাদমান ইসলামের উইকেটটি হারিয়ে বসেছিলো শাইনপুকুর।
৫ বল খেলে শুন্য রান করে জাতীয় দলের পেসার শফিউল ইসলামের বলে সায়মন আহমেদের হাতে ক্যাচ দিয়েছিলেন সাদমান। এক ওপেনার ফিরে গেলে টিকতে পারেননি দ্বিতীয় ওপেনার সাব্বির হোসেনও।
১০ রান করে স্পিন তারকা আব্দুর রাজ্জাকের বলে সালমান হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। মাত্র ২৭ রানে দুই ওপেনারের উইকেট খুইয়ে বসা শাইনপুকুরের ব্যাটিং বিপর্যয় সামলানোর দায়িত্ব নেন ভারতীয় রিক্রুট উদয় কাউল এবং তৌহিদ হৃদয়।
আর এই দুই ব্যাটসম্যানই মূলত বড় স্কোরের ভিত গড়ে দেন শাইনপুকুরকে। গড়েন ১৩৪ রানের বিশাল এক জুটি। আর এই জুটি গড়ার পথেই উইকেটরক্ষক ব্যাটসম্যান কাউল তুলে নেন দারুণ একটি হাফসেঞ্চুরি।
৭৭ রান করা কাউলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। তবে কাউল ফিরে গেলেও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন ১৭ বছর বয়সী তরুণ ডানহাতি ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।
এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন তিনি। কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ১২২ রানের একটি ইনিংস খেলেছিলেন হৃদয়। এবার ডিপিএলেও সেই ফর্মের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।
তবে হৃদয়ের জ্বলে ওঠার দিনে আবারো ব্যর্থতার পরিচয় দিয়েছেন শাইনপুকুর অধিনায়ক শুভাগত হোম। গাজি গ্রুপের বিপক্ষে গত ম্যাচে মাত্র ৮ রান করা শুভাগত আজ আউট হয়েছেন মাত্র ২ রান করে।
এদিকে শাইনপুকুরের ইনিংসের শেষের দিকে ২২ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন তৌহিদ তারেক। আর মিনহাজ খানের ব্যাট থেকে এসেছে ১২ রান। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় শাইনপুকুর। তৌহিদ হৃদয় ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২২ রান নিয়ে।
অগ্রণী ব্যাংকের পক্ষে এদিন দারুণ বোলিং করেছেন স্পিন তারকা কাম অধিনায়ক আব্দুর রাজ্জাক। ১০ ওভার বোলিং করে ১ মেইডেন সহ ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। তবে তাঁর এই বোলিং অনেকটাই ম্লান হয়ে গেছে তরুণ হৃদয়ের ব্যাটিংয়ের কাছে।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব একাদশ-
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, তৌহিদ হৃদয়, আলি আহম্মেদ, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক, সুজন হাওলাদার, শুভাগত হোম (অধিনায়ক), নাইম ইসলাম জুনিয়র, মিনহাজ খান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশ-
শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), শফিউল ইসলাম, সালমান হোসেন, শাহবাজ চৌহান, আজমির আহমেদ, সায়মন আহমেদ, জাহিদ জাভেদ, রাফাতুল্লাহ মোহমান্দ।