রাজ্জাক ও শফিউলের আঘাতে শুরুতেই বিপদে শুভাগতর দল

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) চলমান আসরে নিজেদের শেষ ম্যাচে গাজি গ্রুপের কাছে ২০ রানে পরাজিত হয়েছিলো শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচের পরাজয়ের গ্লানি ভুলে এবার জয়ের ধারায় ফিরতে আজ আব্দুর রাজ্জাকের অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলছে তারা।
তবে এই ম্যাচেও এখন পর্যন্ত খুব একটা সুবিধা করে উঠতে পারেনি শুভাগতর দলটি। বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদের মুখে পড়তে হয় শাইনপুকুরকে।
এদিন দিনের শুরুতে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই ওপেনার সাদমান ইসলামের উইকেটটি হারিয়ে বসে শাইনপুকুর। ৫ বল খেলে শুন্য রান করে জাতীয় দলের পেসার শফিউল ইসলামের বলে সায়মন আহমেদের হাতে ক্যাচ দেন সাদমান।
এক ওপেনার ফিরে গেলে টিকতে পারেননি দ্বিতীয় ওপেনার সাব্বির হোসেনও। ১০ রান করে স্পিন তারকা আব্দুর রাজ্জাকের বলে সালমান হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। মাত্র ২৭ রানে দুই ওপেনারের উইকেট খুইয়ে বসা শাইনপুকুরের ব্যাটিং বিপর্যয় সামলানোর দায়িত্ব নেন ভারতীয় রিক্রুট উদয় কাউল এবং তৌহিদ হৃদয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শাইনপুকুরের দলীয় স্কোর ১৫ ওভারে ২ উইকেটে ৫০ রান। ক্রিজে কাউল এবং হৃদয় অপরাজিত আছেন ২৮ ও ১১ রান নিয়ে।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব একাদশ-
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, তৌহিদ হৃদয়, আলি আহম্মেদ, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক, সুজন হাওলাদার, শুভাগত হোম (অধিনায়ক), নাইম ইসলাম জুনিয়র, মিনহাজ খান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশ-
শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), শফিউল ইসলাম, সালমান হোসেন, শাহবাজ চৌহান, আজমির আহমেদ, সায়মন আহমেদ, জাহিদ জাভেদ, রাফাতুল্লাহ মোহমান্দ।