promotional_ad

আশরাফুলের ব্যাটে বিপদ কাটাচ্ছে কলাবাগান

promotional_ad

সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লীগের ১৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রীড়া চক্র এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। 


এরপর ব্যাটিংয়ে নেমেই দোলেশ্বর বোলারদের তোপের মুখে পড়েছে মুক্তার আলির কলাবাগান। মাত্র ১২ রানের মাথায় ওপেনার তাসামুল হককে ফিরিয়ে দিয়ে প্রথম ব্রেক থ্রু পেয়েছিলেন দোলেশ্বরের পেসার মানিক খান। 


এরপর ৪২ রানের মাথায় আরেক ওপেনার জসিমউদ্দিনকেও ফিরিয়ে দিয়ে কলাবাগানকে আবারো বিপদে ফেলেন স্পিনার আরাফাত সানি। টিকতে পারেননি কলাবাগানের ভারতীয় রিক্রুট যতিন সাক্সেনাও। মাত্র ১ রান করে মানিক খানের দ্বিতীয় শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে। 



promotional_ad

মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বসা কলাবাগানকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্বে বর্তমানে ক্রিজে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল (২২) এবং তাইবুর রহমান (১)।আর কলাবাগানের দলীয় স্কোর ৩ উইকেটে ৫২ রান (১৩ ওভার)।


কলাবাগান ক্রীড়া চক্র একাদশ- 


তাসামুল হক, জসিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, তাইবুর রহমান, যতিন সাক্সেনা, আবুল হাসান, মুক্তার আলি (অধিনায়ক), মাহমুদুল হাসান, ফারুক হোসেন, শাহাদাত হোসেন, নাবিল সামাদ।  



প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব একাদশ- 


লিটন কুমার দাস, আরাফাত সানি, ইমতিয়াজ হোসেন, ফরহাদ রেজা (অধিনায়ক), ফরহাদ হোসেন, মোহাম্মদ আরাফাত, ফজলে মাহমুদ, শরিফুল্লাহ, মার্শাল আইয়ুব, মানিক খান, রায়ান টেন ডেসকাট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball