promotional_ad

কাপালি ও ইয়াসিরের তান্ডবে ব্রাদার্সের বিশাল স্কোর

promotional_ad

চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দশম ম্যাচে আজ অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছে মেহেদি মারুফের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।


বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রাইম ব্যাংক অধিনায়ক মারুফ। এরপর ব্যাটিংয়ে নেমে অলোক কাপালি এবং ইয়াসির আলির জোড়া অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রান সংগ্রহ করে ব্রাদার্স।


দলের পক্ষে ওপরের সারির প্রায় সব ব্যাটসম্যানই কম বেশি রান পেয়েছেন।  দুই ওপেনার মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকি ৩৬ ও ৪৫ রান করেন। এছাড়াও তিন নম্বরে নামা মাইশুকুর রহমান খেলেছেন ৩০ রানের ইনিংস। 


তবে প্রাইম ব্যাংকের সামনে ২৯৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়ার পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছেন অধিনায়ক অলোক কাপালি এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি।



promotional_ad

এদিন কাপালি ব্যাট হাতে খেলেছেন ৬৭ বলে ৭৯ রানের একটি ঝড়ো ইনিংস। যেখানে ছিলো ৫টি ছয় এবং সমান সংখ্যক চার। অপরদিকে ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ৬৩ বলে ৬৯ রানের আরেকটি অনবদ্য ইনিংস (২টি ছয় এবং ৪টি চার)।  


প্রাইম ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন দেলোয়ার হোসেন এবং আরিফুল হক। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম, মনির হোসেন এবং আল-আমিন। 


ব্রাদার্স ইউনিয়ন একাদশ- 


মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, সোহরাওয়ার্দি শুভ, খালেদ আহমেদ, অলোক কাপালি (অধিনায়ক), মেহেদি হাসান রানা, ইফতেখার সাজ্জাদ, নিহাদুজ্জামান, ইয়াসির আলি, জন সিম্পসন।



প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশ- 


মেহেদি মারুফ (অধিনায়ক), আরিফুল হক, আল-আমিন, নাহিদুল ইসলাম, জাকির হাসান, মেহরাব হোসেন জুনিয়র, এনামুল হক জুনিয়র, মনির হোসেন, দেলওয়ার হোসেন, সাজ্জাদুল হক,  কুনাল চান্দেলা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball