মজিদের অর্ধশতকে বড় স্কোরের পথে রুপগঞ্জ

ছবি:

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে নেমেছে শামসুর রহমানের মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং নাইম ইসলামের লিজেন্ডস অব রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ১১তম এই ম্যাচে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমান। মোহামেডানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন রূপগঞ্জের দুই ওপেনার আব্দুল মাজিদ এবং সালাউদ্দিন পাপ্পু।
তবে এই দুই ব্যাটসম্যানের ৪৮ রানের জুটি ভাঙ্গেন কাজি অনিক। উইকেট রক্ষক ইরফান শুক্কুরের হাতে পাপ্পুকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। এরপর মাত্র ৪ রানের ব্যবধানে নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান সামি আসলামকেও ফিরিয়ে দেন অনিক।

দ্রুত দুই উইকেট খুইয়ে বিপদে পড়া রূপগঞ্জ এরপর কিছুটা স্বস্তি ফিরে পায় ওপেনার আব্দুল মজিদ এবং অধিনায়ক নাইম ইসলামের ব্যাটে। মজিদ ইতিমধ্যে তুলে নিয়েছেন দারুণ একটি অর্ধশতক।
বর্তমানে ৬০ রান নিয়ে ব্যাট করছেন তিনি। আর তাঁর সঙ্গী নাইম অপরাজিত আছেন ১৫ রান নিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রূপগঞ্জের স্কোর ২ উইকেটে ৯৯ রান (২৮ ওভার)। মজিদ এবং নাইমের জুটি থেকে এরই মধ্যে এসেছে ৪৭ রান।