promotional_ad

আশরাফুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে কলাবাগান

promotional_ad

চলমান ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) আসরের নবম ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে আজ মাঠে নেমেছে আবাহনী লিমিটেড এবং কলাবাগান ক্রীড়া চক্র। এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৪৯.৫ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় আবাহনী। 


শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট থেকে বাদ পড়ার পর ডিপিএলে আবাহনীর হয়ে আজ দারুণ খেলেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দলের বিপর্যয়ে ব্যাট হাতে ৪১ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন তিনি। 


এদিন মোসাদ্দেক ছাড়াও অসাধারণ খেলেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। ব্যাট হাতে মাত্র ৫৪ বলে ৬৭ রান করেছেন তিনি। তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তও পেয়েছেন অর্ধশতকের দেখা।


তবে এই তিন ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরও অল্পতেই গুঁটিয়ে যেতে হয় আবাহনীকে। কেননা মোসাদ্দেক, মাশরাফি এবং শান্ত দারুণ ব্যাটিং করলেও বাকি ব্যাটসম্যানেরা ছিলেন অনেকটাই নিষ্প্রভ। 


এদিকে ইতিমধ্যে ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপদে পড়েছে কলাবাগানও। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে ৫৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন মোহাম্মদ আশরাফুল (১৮) এবং তাইবুর রহমান (৮)।  



promotional_ad

এর আগে আবাহনীকে অল্প রানে অলআউট করার মূল কৃতিত্ব ছিলো কলাবাগানের বোলারদের। কারণ এদিন টসে হেরে আবাহনী ব্যাটিং করতে নামার পর শুরু থেকেই দলটির ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়েছিলেন কলাবাগানের বোলাররা। মাত্র ৪ রানের মাথায় সাইফ হাসান (০) ফিরে গেলে আনামুল হক বিজয় এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে কিছুদূর এগিয়ে যায় আবাহনী।


কিন্তু দলীয় ৩৭ রানের সময় বিজয়কে ফিরিয়ে দিয়ে আবারো আবাহনীকে বিপদে ফেলেন শাহাদাত হোসেন।  এরপর দলের রান একশত এর কোটা পার হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসে নাসির হোসেনের দলটি।


১০৬ রানে আরেকটি উইকেট পতনের পর দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই দুই ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করে জুটি গড়েন ৯৮ রানের। তবে দলকে দুইশত রানের কোটা পার করিয়ে ২০৩ রানে রান আউটের শিকার হয়ে ফিরতে হয় সৈকতকে। 


সৈকত ফিরলে টিকতে পারেননি মাশরাফিও। যতিন সাক্সেনার বলে আউট হওয়ার আগে ৬৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। এরপর আর বেশিদূর এগোতে পারেনি আবাহনী। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে গেছে তারা। 


কলাবাগানের পক্ষে ৯.৫ ওভার বোলিং করে ৪৭ রানে ৩ উইকেট শিকার করেন মুক্তার আলি। এছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, শাহাদাত হোসেন এবং ভারতীয় রিক্রুট যতিন সাক্সেনা। 



আবাহনী লিমিটেড একাদশ- 


আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শচীন রানা, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, সাকলাইন সজীব, তাসকিন আহমেদ। 


কলাবাগান ক্রীড়া চক্র একাদশ- 


মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, নাবিল সামাদ, আবুল হাসান, তাইবুর রহমান, জসীমউদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, যতিন সাক্সেনা, মুক্তার আলি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball