promotional_ad

ডিপিএলে বুধবার মাঠে নামছে ছয়টি দল

promotional_ad

ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৭-১৮ মৌসুম। এরপরে একদিন বিরতি দিয়ে ৭ই ফেব্রুয়ারি আবারো চলবে প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো। প্রথম রাউন্ডের ৭ই ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র।


ফতুল্লার খান সাহেব আলী ওসমান স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। এছাড়া সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এদিন দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।


এই ম্যাচে মোহামেডানের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তবে ইনজুরির কারণে এই ম্যাচে খেলবেন না সাকিব। অবশ্য ইনজুরি না থাকলেও আন্তর্জাতিক সূচির কারণে মোহামেডান তাদের নিয়মিত অধিনায়ককে পেতো না।  


দিনের তৃতীয় খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:


মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মনির হোসেন খান, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক রিপন, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, শানাজ আহমেদ, মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র, নাহিদুল ইসলাম।



promotional_ad

কলাবাগান ক্রীড়া চক্র:


তামিম ইকবাল, তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান।


মোহামেডান স্পোর্টিং ক্লাব:


সাকিব আল হাসান, সালমান বাট, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশিস রায়।


ব্রাদার্স ইউনিয়ন:


ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান।



শেখ জামাল ধানমণ্ডি ক্রিকেট ক্লাব:


আবু জায়েদ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, সৈকত আলী, সাজেদুল ইসলাম, পিনাক ঘোষ, মোহাম্মদ হাসানুজ্জামান, রবিউল হক, শেখ নাজমুল হোসেন, মাহমুদুল হক সেতু, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, ইলিয়াস সানি।


লিজেন্ডস অব রূপগঞ্জ:


মুশফিকুর রহিম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া, মোশাররাফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball