'ভক্তদের চাওয়াতেই আবারো খেলতে এসেছি'

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আগামী আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের পাশাপাশি দলটিতে আরো রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও।
আর এই কারণেই আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ডিপিএলে নিজের দল নিয়ে বেশ বড় স্বপ্ন দেখছেন কলাবাগান দলের কোচ জালাল আহমেদ। সাংবাদিকদের তিনি বলেছেন, 'তামিমকে আমরা পেলে আমাদের ভালো লাগবে। ছাড়াছাড়ি বিষয়ে কানাঘুষা হচ্ছে, সেটা ভিত্তিহীন।'
অপরদিকে দীর্ঘদিন থেকে বাংলাদেশ দলের বাইরে থাকা আশরাফুল ডিপিএলকেই পাখির চোখ করছেন। এই টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। বলেছেন,

'শেষ চার বছর ধরে বাংলাদেশ টিমের বাইরে। তারপরও আমার ভক্তরা চায় আমরা আমি খেলি, তাই আমি আবারো খেলতে এসেছি। আমার সব ফোকাস এখন ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে। ভালো কিছু করতে চাই।'
এদিকে এবারের ডিপিএলে এই প্রথমবারের মতো যুক্ত হচ্ছে অগ্রণী ব্যাংক দলটি। নিজেদের প্রথম আসরেই বেশ শক্তিশালী দল গঠন করেছে তারা। দলটিতে রয়েছে সৌম্য সরকার, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শাহরিয়ার নাফিসদের মতো তারকা ক্রিকেটাররা।
অগ্রণী ব্যাংকের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওপেনার সৌম্য সরকার জানিয়েছেন দল হিসেবে ভালো খেলেই এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের। সৌম্য বলেছেন, 'একটা টিম হিসেবে খেলে টিমকে যেন ভালভাবে নেয়া। ভালোভাবে খেলা।'