উইকেট ইস্যুতে টনক নড়েছে বিসিবির

ছবি:

গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। এরপরে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ম্লান ছিল তার পারফর্মেন্স। চার ম্যাচে মাত্র ৫৫ রান করেছিলেন তিনি। উদাহরণ আছে আরও অনেক।
গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা নাসির হোসেনও জ্বলে উঠেননি আন্তর্জাতিক ম্যাচগুলোতে। শোনা যাচ্ছিলো, ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের মানে বিস্তর ফারাক থাকায় ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরেও জাতীয় দলে খেই হারিয়ে ফেলে।
এবার সেই কথাটি মিডিয়ার সামনে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম। বুধবার দিন ইলেকট্রনিক মিডিয়ার সামনে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাবুব আনাম জানান,

"আমরা একই মাঠে আমরা প্রচুর পরিমাণে খেলতে থাকি, আর তাতে ওইসব মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘাস রেখে উইকেট বানানো সম্ভব হয়না। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটে যেসব খেলা হয়, সেগুলো একদম ফ্ল্যাট উইকেটে হয়।"
তবে এসব সমস্যা থেকে ক্রিকেটকে মুক্ত করতে চান বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক। এজন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। আশার বাণী শোনাতে গিয়ে সাংবাদিকদের বলেছেন,
"এখন যে অবস্থায় মাঠগুলো দেখছেন সেই অবস্থা থাকবে না; এটা আমি আপনাদের নির্দ্বিধায় বলতে পারবো। প্রতিটি গ্রাউন্ড এবং আউটফিল্ড হবে আন্তর্জাতিক মানের। তবে এগুলো করতে চার মাসের মতো সময় লাগবে।"