promotional_ad

আল-আমিনদের শুধরে দিচ্ছেন সালাহউদ্দিন

promotional_ad

ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম সেরা বোলার হচ্ছেন আল-আমিন হোসেন! এমন সার্টিফিকেট টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে পেয়েছেন বাঁহাতি পেস তারকা  আল-আমিন হোসেন। মাশরাফি একবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘ডেথ ওভার বিশেষ করে বাঁহাতিদের বিপক্ষে দেশের সেরা বোলার হলো আল-আমিন।’




ম্যাচের শেষ দিকে আল-আমিনকে দিয়ে বল করিয়ে অনেক ম্যাচের মোড় ঘুরিয়েছেন অধিনায়ক মাশরাফি। তবে, বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য পেসার আল-আমিন হোসেন। বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। বোলিং অ্যাকশনেও প্রশ্নবিদ্ধ হয়েছেন। ফিরে এসে বল হাতে আগুন ঝাড়িয়েছেন।




এমন অনেক নাটকীয়তায় ভরপুর আল-আমিনের ক্যারিয়ার। কদিন আগে শেষ হওয়া বিপিএলের পঞ্চম আসরে আবারও তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। যদিও বল হাতে এই টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিলেন তিনি। ছন্দে থাকা আল-আমিনের বোলিং অ্যাকশন শুধরানোর দায়িত্ব পড়েছে ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের কাঁধে।



promotional_ad



দেশের নামজাদা ক্রিকেটার সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল নিজেদের খারাপ সময়ে ছুটে আসেন সাল্লাহউদ্দিনের কাছে। তার ছোঁয়াতেই বদলে যান এই তারকারা। এবার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন শুধরে দেওয়ার দায়িত্ব বিসিবি দিয়েছে এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্বে থাকা সালাহউদ্দিনের ওপর।




শুধু আল-আমিন হোসেনই নন, বিপিএলে সন্দেহের তালিকায় পড়া শরীফুল্লাহর বোলিং নিয়েও কাজ করছেন সালাহউদ্দিন। বিসিবির কাছে এই দুজনে খুব দ্রুত পরীক্ষা দেবেন বলেও জানা গেছে। সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ক্রিকেটাররা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে।





জালাল ইউনুসের ভাষ্যমতে, ‘বিপিএল শেষে আল আমিন ও শরীফুল্লাহকে পরীক্ষা দেওয়ার একটা সময় দেওয়া হয়েছে। তার আগে ওদের বোলিং অ্যাকশন নিয়ে কাজ চলছে। ওরা পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। আল-আমিনের দায়িত্ব নিয়েছেন সালাহউদ্দিন। তারা শিগগিরই বোলিংয়ের পরীক্ষা দেবে। কিছুদিন কাজ করার পর ওরা আমাদের বোলিং রিভিউ কমিটির সামনে পরীক্ষা দেবে।’




প্রাথমিকভাবে বিপিএলের ভিডিও ফুটেজ দেখে কাজ করা হচ্ছে বলে জানালেন জালাল ইউনুস। এর মাধ্যমেই বিপিএলের এবারের আসরে প্রশ্নবিদ্ধ দুই বোলারের বোলিং শুধরানো হচ্ছে, ‘আমাদের কাছে যে ফুটেজ আছে, তা ওদের কোচদের দিয়েছি। তারা তা দেখে কাজ করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball