promotional_ad

'গেইল-ম্যাককালাম নয়, ভিত গড়েছে স্থানীয়রাই'

promotional_ad

প্রথম বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। রংপুরের প্রথম শিরোপা জয়ের পেছনে মূল কারিগর ছিলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফী বিন মর্তোজা। 


তার অধিনায়কত্বেই দলীয় ভাবে খেলেই শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে রাইডার্সরা। তবে রংপুর তাদের প্রথম শিরোপা জিতলেও মাশরাফী অধিনায়ক হিসেবে জিতেছেন নিজের চার নম্বর শিরোপা। 


তবে মাশরাফী মনে করেন এবারের শিরোপা ঘরে তুলার পেছনে দেশীদের চেয়ে বিদেশীদের অবদান অনেক বেশী। সেমিফাইনাল এবং ফাইনালে বিদেশীরা ভালো খেলেছে বলেই তাদের কাজটা সহজ হয়ে গিয়েছে বলেও জানান মাশরাফী।


বিদেশীরা শেষের দিকে জ্বলে উঠলেও গ্রুপ পর্বে দেশীদের অবদানের কারণেই শেষ চারে পৌঁছে রংপুর। এসব জানিয়ে প্রথম আলোর সাথে আলাপকালে মাশরাফী বলেন, "এসব টুর্নামেন্টে অনেক বেশী বিদেশী খেলোয়াড় খেলে। বিপিএলে দুবার প্রতি দলে পাঁচজন করে বিদেশী খেলানোর নিয়ম ছিল, তার মধ্যে এবার একবার।



promotional_ad

প্রথমবার এবং এবার আমার দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বিদেশীদের বিরাট ভুমিকা ছিল। অন্য দুবার স্থানীয়রা ভালো খেলেছে। এবার অবশ্য মিথুন, রুবেল, গাজী (সোহাগ) খুব ভালো খেলেছে।


অপু তো অসাধারণ বোলিং করেছে। সেই সঙ্গে গেইলের দুটি ইনিংস, চার্লসের একটি ইনিংস ও ম্যাককালামের দুটি ইনিংস আমাদের কাজ সহজ করেছে। কিন্তু শেষ চারে আসার আগে স্থানীয়রাই ভালো খেলেছে।"


অধিনায়ক মাশরাফী মনে করেন, অধিনায়কের কাজ হচ্ছে পুরো দলকে একসাথে রাখা। এবং দলের খেলোয়াড়দেরকে আত্মবিশ্বাস দেয়া যেন তারা ভেঙ্গে না পরেন। সবাইকে নিজের স্বাচ্ছন্দ্য মত খেলতে দেয়াটাও একজন অধিনায়কের মূল কাজ বলেও জানান রংপুর রাইডার্সের এই দলপতি। তিনি আরও বলেন,


"এখানে অধিনায়কের কাজ হলো দলটাকে একসাথে গাঁথা। একেকজন একেক জায়গা থেকে আসে। তাদের দল হিসেবে ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ এবার শুরুতে আমাদের ভালো সময় যাচ্ছিলো না।



সবাইকে বোঝাতে হয়েছে ' খারাপ সময় যাচ্ছে মানে এই নয় যে, সবাই তোমাদের দোষ দিচ্ছে। স্বাধীনতা নিয়ে খেলো, মন যেভাবে চায়, সেভাবে খেলো।' দলের মধ্যে এই পরিবেশ তৈরি করাটাই মূল কাজ ছিল।" 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball