promotional_ad

'টি টোয়েন্টি ক্রিকেটার তৈরির কারখানা বিপিএল'

promotional_ad

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরটি ছিলো গত আসরগুলোর থেকে যথেষ্টই সফল। প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও অনেকটাই এগিয়ে ছিলো বিপিএল-৫। 


সেই কারণে এবারের বিপিএল নিয়ে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এবং বিপিএলে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মর্তুজার প্রত্যাশা আগামী বছরগুলোতেও উন্নতির ধারাবাহিকতা বজায় রাখবে বিপিএল।


আগামী চার-পাঁচ বছরের মধ্যে বিশ্বকাপ সহ মোট ৫০টির ওপরে টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিপিএলে উন্নতি করতে পারলে সেই ম্যাচগুলোতে ভালো খেলা সম্ভব বলে মনে করেন ম্যাশ। প্রথম আলোকে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে নড়াইল এক্সপ্রেস বলছিলেন,


'আগামী চার-পাঁচ বছরে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ৪২টি টি-টোয়েন্টি খেলতে হবে। দুটি বিশ্বকাপ যোগ হলে ৫০টির ওপরে ম্যাচ। সংখ্যাটা ওয়ানডে, টেস্ট থেকে বেশি। কাজেই টি-টোয়েন্টির দিকে দৃষ্টি না দিয়ে থাকা যাবে না। কারণ দিন শেষে একজন খেলোয়াড় খারাপ করলে তাকেই সেটার জন্য জবাবদিহি করতে হয়।’



promotional_ad

শুধু তাই নয়, টি টোয়েন্টিতে ভালো খেলতে হলে এই ফরম্যাটে বিশেষজ্ঞ ব্যাটসম্যান তৈরি করতে হবে, জানালেন টাইগার অধিনায়ক। বিশেষ করে বিশ্বকাপে ভালো খেলার জন্য এর বিকল্প নেই জানিয়ে তিনি  বললেন,  


'আমাদের প্রচুর টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি করতে হবে। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ তৈরি করতে হবে, যেন বিশ্বকাপে তারা ভালো করতে পারে। সে জন্য এখন থেকেই পরিকল্পনা নিয়ে এগোনো দরকার।'


মাশরাফির মতে বিপিএলই হতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার বের করার উৎস। এই কারণে এই টুর্নামেন্টর ওপর জোর দেয়ার জন্য আহ্বান জানালেন তিনি। বললেন, 


'বিপিএলের অনেক উন্নতি হয়েছে। আশা করি আরও হবে। আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটার তৈরির জন্য এই টুর্নামেন্টের ওপর জোর দিতেই হবে।'



বিপিএলের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটি আলাদা টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টটি উঠতি ক্রিকেটারদের জন্য বেশ উপকারী হবে জানিয়ে ম্যাশ আরও বললেন, 'বিসিবি সম্ভবত স্থানীয়দের জন্য আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছে। এটা হলে ক্রিকেটারদের জন্য আরও ভালো হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball