promotional_ad

শেহজাদ ও আফ্রিদির ব্যাটে তামিমদের পাহাড়সম সংগ্রহ

promotional_ad

টি-টেন ক্রিকেট লীগে আজ বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে সেমিফাইনালের ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে মাঠে নেমেছিলো তামিম ইকবালের দল পাখতুনস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে  শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাখতুনস অধিনায়ক শহীদ আফ্রিদি।


পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে আহমেদ শেহজাদের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে পাখতুনস। ২৯ বলে চারটি ছয় এবং ৬ টি চারের সাহায্যে ৫৮ রান করেন শেহজাদ।


এই পাক ওপেনার ছাড়াও এদিন দারুণ উজ্জ্বল ছিলেন পাখতুনস অধিনায়ক আফ্রিদি। মাত্র ১৭ বলে ৫টি ছক্কা এবং ১টি চারের মাধ্যমে সাহায্যে ৪১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন সাবেক এই পাকিস্তানি দলপতি। 


তবে ব্যাট হাতে এদিন দারুণ শুরু করার পরেও খুব বেশি রান করতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাত খুলে খেলা শুরু করেছিলেন তামিম। দ্রুত ২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে মাত্র ৬ বলে ১৫ রান করেছিলেন তিনি। 



promotional_ad

কিন্তু পরবর্তীত?? আর বেশীক্ষণ টিকতে পারেননি ড্যাশিং এই ওপেনার। ৪.৩ ওভারের সময় পাঞ্জাবি লিজেন্ডসের ইংলিশ পেসার রবি বোপারাকে উড়িয়ে মারতে গিয়ে কাভার অঞ্চলে উমর আকমলের হাতে ধরা পড়েন তামিম। ফলে ১টি ছয় এবং ২টি চারের সাহায্যে ৯ বলে ১৭ রান করেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।   


তামিমের পর শেহজাদের সাথে ব্যাটিংয়ে যোগ দিতে আসেন পাখতুনস দলপতি শহীদ আফ্রিদি। আর ক্রিজে এসেই ব্যাট হাতে ঝড় তোলা শুরু করেন তিনি। একের পর এক ছক্কায় লিজেন্ডস বোলারদের রীতিমত নাস্তানাবুদ করে ছাড়েন তিনি।


এরই ফাঁকে তাঁর সঙ্গী আহমেদ শেহজাদ তুলে নেন টুর্নামেন্টে তাঁর প্রথম অর্ধশতক। তবে অর্ধশতক হাঁকানোর কিছুক্ষণ পর দৌলত জাদরানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় শেহজাদকে (৫৮)। এরপর ক্রিজে নেমে একটি চার হাঁকিয়ে সেই জাদরানের বলেই বোল্ড হয়ে ফেরেন ফখর জামান।


ফখর ফিরলেও ব্যাট হাতে রুদ্রমূর্তি ধরেই ছিলেন আফ্রিদি। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে রবি বোপারার বলে যদিও আউট হয়েছেন তিনি। তবে এরই মধ্যে দলকে নিয়ে গেছেন পাহাড়সম সংগ্রহে। শেষ পর্যন্ত তাঁর ১৭ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংসেই ১২৯ রানের বিশাল লক্ষ্য পাঞ্জাবি লিজেন্ডসদের সামনে ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে তামিমের দল পাখতুনস।   



পাঞ্জাবি লিজেন্ডস একাদশ- লুক রঙ্কি (উইকেটরক্ষক), উমর আকমল, শোয়েব মালিক, মিসবাহ উল হক (অধিনায়ক), রবি বোপারা, কার্লোস ব্র্যাথওয়েট, ফাহিম আশরাফ, গুলাম সাব্বের, হাসান আলী, ক্রিস জর্ডান, দৌলত জাদরান


পাখতুনস একাদশ-  আহমেদ শেহজাদ, তামিম ইকবাল, ফখর জামান, শহীদ আফ্রিদি (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, লিয়াম ডওসন, সাকলাইন হায়দার (উইকেটরক্ষক), সোহেল খান, মোহাম্মদ ইরফান, ইমরান খান, উমর গুল। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball