promotional_ad

টি-টেনের যত আকর্ষন

promotional_ad

১৮৪৪ সালে বিশ্ব ইতিহাসে ক্রিকেট নামের এক খেলার আবির্ভাব হয়। ১৭৫ বছর আগে শুরু হওয়া এই খেলা যে একদিন বিপুল জনপ্রিয় হবে তখন সেটা কে ভেবেছিল। কিন্তু লম্বা ইতিহাস পেরিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে তিন ভার্সনের জমজমাট খেলা নিয়ে বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে আছে ক্রিকেট। 


তবে তিন ভার্সনের খেলার মধ্যে সর্বশেষ ২০০৩ সালে সংযোজিত হয় সবচেয়ে ছোট সংস্করণের খেলা টি-টুয়েন্টি। প্রায় ১৫ বছরে আগে যখন এই খেলার উদ্ভব হয় তখন খেলাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিল অনেক ক্রিকেট বোদ্ধা। কিন্তু দেড় দশক ধরে চলমান এই খেলাটিই যেন টেস্ট এবং ওয়ানডের তুলনায় জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে। আর এই টি-টুয়েন্টি খেলায় নতুন মাত্রা যোগ করেছে বিপিএল, আইপিএল ও বিগ ব্যাসের মত ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো। 


কিন্তু ২০ ওভারের খেলার চেয়েও যে ক্রিকেট খেলাটি আরো সংকুচিত কিংবা ছোট হতে পারে সেটার প্রমান দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্টিত টি-টেন লিগ। প্রথমবারের মত ক্রিকেটের বড় কোন টুর্নামেন্ট হচ্ছে মাত্র ১০ ওভারে। ৬ টি দল নিয়ে অনুষ্টিত এই লিগ ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে টি-টুয়েন্টির মত ক্রিকেটের নবজাতক এই ফরম্যাটটির ভবিষ্যৎ নিয়েও অনেকেই প্রশ্ন তুলছে। কিন্তু ক্রিকেটের এই ফরম্যাটটি যে একদিন বেশ জনপ্রিয় হবে তা বেশ অনুমেয়। যে পাঁচ কারণে ১০ ওভারের খেলাটি ভবিষ্যতে আরো আকর্ষণ ছড়িয়ে বেশ জনপ্রিয় হবে ক্রিকফ্রেঞ্জি'র পাঠকদের জন্য তা তুলে ধরা হল। 


#১ ৯০ মিনিটের খেলা 


খেলার জগতে ফুটবলের জনপ্রিয়তা কতটুকু ক্রীড়াঙ্গনের খবরাখবর রাখা মানুষরা তা ভালোই জানেন। শুধুমাত্র ৯০ মিনিটের খেলা বলেই পায়ের শৈল্পিক খেলাটির এত জনপ্রিয়তা। আর ক্রিকেটের নতুন ফরম্যাটের ১০ ওভারের খেলাটিও শেষ হবে মাত্র ৯০ মিনিটে। অতএব দিনশেষে নিজ কর্মের পরিসমাপ্তি ঘটিয়ে মানুষ যে এই খেলার বিনোদন গ্রহণ করবে তা বলার অপেক্ষা রাখেনা। 



promotional_ad

#২ আক্রমণাত্মক ক্রিকেট


১০ ওভারের এই খেলার ব্যাটসম্যানদের সামনে মারমুখি খেলা ছাড়া আর কোন উপায় নেই। ৬০ বল ১১ জন ব্যাটসম্যান ভাগাভাগি করলেও ১ ওভার করে ভাগে পড়েনা। তাই ব্যাটসম্যানদের উইকেটের কথা চিন্তা না করে মারমুখি খেলতে হয়। তবে মারমুখি খেলতে গিয়ে ব্যাটসম্যানদের অনেক সময় উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়। আপাত দৃষ্টিতে বোলারদের অসহায় মনে হলেও ব্যাটসম্যানদের অতিরিক্ত আক্রমণাত্মক ভঙ্গিমার কারণে বোলাররাও ফায়দা লুটতে পারে। অতএব আক্রমণাত্মক খেলার কারণেই ক্রিকেটের নতুন এই ফরম্যাটটির ব্যাপ্তি যে দিনে দিনে বাড়বে তা অনুমেয়। 


#৩ ছয়-চারের বৃষ্টি


৬০ বলের খেলা এই টি-টেন। ব্যাট চালানো ছাড়া যে অন্য কোন শব্দ ক্রিকেটের এই ফরম্যাটের অভিধানে নেই তা সবাই জানে। টি-টেন লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচেই ১২৫ টা ছক্কা হাঁকায় ব্যাটসম্যানরা। ১০ ওভারের খেলায় ম্যাচপ্রতি ১৫ ছক্কা প্রমান করে দেয়  কতটা দানবীয় ব্যাটিং করেছে ব্যাটসম্যানরা। আর মারকাট খেলা উপভোগের জন্যই এই খেলাটি যে একসময় দর্শক নন্দিত হবে তা বলার অপেক্ষা রাখেনা।


#৪ ক্রিকেটারদের কম পরিশ্রম 



একজন ক্রিকেটার দুই ইনিংস মিলিয়ে ব্যাটে বলে খেলবে মাত্র ১২০ টি বল। ৯০ মিনিট মাঠে থেকে যে ক্রিকেটাররা খুব একটা ক্লান্ত হয়ে উঠবে না তা সবার বোধগম্য। আর কম পরিশ্রমের জন্যই ক্রিকেটাররা এই ফরম্যাটে একদিনে ২ ম্যাচও খেলার ফিটনেস ধরে রাখতে পারবে। তাই দর্শক সারির পাশাপাশি খেলাটি ক্রিকেটারদের মহলেও যে জনপ্রিয় হবে তা বলাই যায়।


#৫ স্বল্প সময়ে অনেক ম্যাচ 


মাত্র ৯০ মিনিটের খেলা এই টি-টেন। একদিনে ৩-৪ টি খেলা অনায়াসেই আয়োজন করা যাবে। এতে করে দর্শকরা একদিনে বেশি খেলা উপভোগ করার পাশাপাশি আয়োজকরাও স্বল্প দিনে একটা টুর্নামেন্ট শেষ করতে পারবে। এজন্যই খেলাটি জনপ্রিয়তার তুঙ্গে উঠার বেশ সম্ভাবনা রয়েছে।  


তবে, সবমিলিয়ে ভবিষ্যতে এই খেলাটি কতটা জনপ্রিয় হবে তা সময়ই বলে দিবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball