শান্তদের দুইয়ে দুই নাকি তামিমদের ঘুরে দাঁড়ানো?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তামিম ইকবাল বোধ হয় শেষ দিনের স্মৃতিটা ভুলতে চাইছেন। তেমন আহামরি কোনো টুর্নামেন্ট না, এখানে চাপের ব্যাপারও খুব একটা নেই। তবুও বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম দিনে তামিম একাদশের ব্যাটিংটা যত দ্রুত ভুলে যাওয়া যায়, ততই বোধ হয় ভালো দলটির ব্যাটসম্যানদের জন্য।
পারিপার্শ্বিকতা দেখলে ব্যাপারটা খুব অস্বাভাবিক লাগে না। এত লম্বা সময়ের পর সাদা বলে ফেরা। তবুও ৫০ ওভারের ম্যাচে ১০৩ রানে অলআউট হওয়ার জোড়ালো ব্যাখ্যা তো দেয়া যায় না। সেই ব্যথা ভুলতেই হয়তো শান্ত একাদশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করলেন না তামিমদের কেউ।
প্রতিপক্ষ অনুশীলনে না থাকলেও মাঠ দাপিয়ে বেড়িয়েছেন শান্ত একাদশের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম যেন ছুঁটছিলেন একটু বেশিই। প্রথম ম্যাচে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। সেই দায়মুক্তির তাড়না থেকেই হয়তো ইন্ডোর থেকে মিরপুর স্টেডিয়ামে তার অনুশীলনের ভেন্যু বদল হয়েছে বার কয়েক।
কেবল মুশফিকই নন, অনুশীলনের করেছেন শান্ত একাদশের সবাই। ব্যাট-বলে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। আজ অনুশীলনে ফিরেছেন আবু জায়েদ চৌধুরি রাহিও। করোনা আক্রান্ত হওয়ার পর এদিনই পুরোদমে বোলিং অনুশীলনে দেখা গেছে তাকে। কাল শান্ত একাদশে দেখা যেতে পারে বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা পারভেজ হোসেন ইমনকেও।

নেটে লম্বা সময়ে ব্যাটিং করেছেন তিনি। যদিও জয়ী একাদশ শান্তরা বদলাবেন কিনা তা নিয়ে খানিক সংশয় আছে। অন্যদিকে তামিম একাদশে এই ম্যাচে ফিরতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। তিনি ফিরলে তামিমদের ব্যাটিংটা আরেকটু শক্তিশালি হবে।
এই ম্যাচে জিতে গেলে ফাইনালের পথটা শান্তদের খুব কাছে চলে আসবে। আর তামিমদের লড়াইটা হবে প্রথম জয়ের দেখা পাওয়ার। দর্শকরা প্রহর গুণবেন ‘শান্তদের দুইয়ে দুই নাকি তামিমদের প্রথম’ সেই লড়াইটা দেখার।
শান্ত একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।
তামিম একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ড বাই: শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা