করোনা আতঙ্কে থামছে না আইপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা ভাইরাসের সংক্রামণের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ভারতেও আক্রমণ করেছে করোনা ভাইরাস। এরপরও যথাযথ সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়াবে বলে জানিয়েছেন, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
তিনি জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। করোনার কারণে কোনো আন্তর্জাতিক সিরিজ থেমে নেই। তাই আইপিএলও যথা সময়ে মাঠে গড়াবে বলে আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেছেন, 'ভারতের সব মাঠেই ঠিক সময়ে হবে আইপিএল। ইংল্যান্ড এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে। দক্ষিণ আফ্রিকা আসছে ভারত সফরে। সুতরাং কোনও সমস্যা নেই।'
আগামী ২৯ মার্চ মুম্বাইয়ে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। গাঙ্গুলি জানিয়েছেন, তারা সব রকমের ব্যবস্থা চালু রেখেছেন। প্রতি মুহূর্তে পেশাদার চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বলে জানালেন তিনি।
গাঙ্গুলি বলেন, 'কাউন্টির দলও আবু ধাবি সফর করছে। সুতরাং কোনও সমস্যা নেই। প্রতিরোধমূলক সব পদক্ষেপ করা হয়েছে। অতিরিক্ত আরও কী কী করতে হবে সে ব্যাপারে মেডিক্যাল বিভাগ প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে।'