promotional_ad

শান্তর ব্যাটে লড়াকু পুঁজি পেল খুলনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত।


টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। তৃতীয় ওভারের শুরুতেই তারা হারায় ওপেনার মেহেদী হাসান মিরাজের উইকেট। তিনি ৮ রান করে মোহাম্মদ ইরফানের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন অলক কাপালির হাতে।



promotional_ad

এরপর পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই রাইলি রুশোকে ফিরিয়েছেন ইরফান। মিরাজ এবং রুশো ফিরে যাওয়ার পর শামসুর রহমান শুভকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন শান্ত। দুজনেই হাত খুলে খেলে খুলনার রানের চাকা সচল রেখেছেন।


শামসুর ৩২ রান করে রবি বোপারার বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। শান্ত অবশ্য একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এরপর অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়েন শান্ত।


মূলত এই দুজনের জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় খুলনা। মুশফিক শেষ দিকে ২১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। এরপর নাজিবউল্লাহ জাদরান এবং (১২) এবং শান্ত (৭৮) খুলনার বড় সংগ্রহ নিশ্চিত করে মাঠ ছাড়েন।



সংক্ষিপ্ত স্কোরঃ


খুলনা টাইগার্সঃ ১৫৮/২ (২০ ওভার) (শান্ত ৭৮*, মুশফিক ২১, শামসুর ৩২; ইরফান ২/১৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball