লিটন-আফিফের ব্যাটে রাজশাহীর উড়ন্ত সূচনা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৫৫/৫ (২০ ওভার) (মাহমুদউল্লাহ ৪৮*, সোহান ৩০; মালিক ১/১১, আফিফ ১/১৮)

রাজশাহী রয়্যালসঃ ৫১/০ (৫ ওভার) (লিটন ৩৩*, আফিফ ১৮*)
বঙ্গবন্ধু বিপিএলের ৪১তম ম্যাচে রাজশাহী রয়্যালসকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাটিং করছে রাজশাহী রয়্যালস।
লিটন-আফিফের ব্যাটে রাজশাহীর উড়ন্ত সূচনাঃ
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রাজশাহী রয়্যালসকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেন ধ্রুব। শুরু থেকেই দুজনে চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন।